শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

তিন তিনটি করোনা প্রতিষেধকের ক্লিনিক্যাল ট্রায়াল চলছে : প্রধানমন্ত্রী

News Sundarban.com :
আগস্ট ১৫, ২০২০
news-image

ঐতিহাসিক লালকেল্লা থেকে স্বাধীনতা দিবসের ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সে রকম জাঁকজমক হয় তো নেই, তবে তাঁর বক্তৃতায় প্রতিবারের মতোই ছিল বেশ চমক।

এ দিন তাঁর বক্তৃতায় সবচেয়ে বেশি গুরুত্ব করোনা পরিস্থিতি। প্রধানমন্ত্রী জানান, তিন তিনটি করোনা প্রতিষেধকের ক্লিনিক্যাল ট্রায়াল চলছে। তবে, সরকার প্রতি ঘরে সেই সব প্রতিষেধক পৌঁছে দিতে একেবারে প্রস্তুত বলে জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, বিজ্ঞানীরা অনুমতি দিলেই, উত্পাদনের কাজ শুরু হয়ে যাবে। আর তারপর কত কম সময়ে প্রত্যেক নাগরিকের ঘরে পৌঁছে দেওয়া যায়, তার রোডম্যাপ প্রস্তুত বলে এদিন জানান প্রধানমন্ত্রী।প্রধানমন্ত্রীর স্বাধীনতা দিবসের বক্তৃতায় উল্লেখযোগ্য ঘোষণা ছিল হেল্থ আইডি কার্ড। ন্যাশলান ডিজিটাল হেল্থ মিশনের আওতায় এই আইডি প্রত্যেক নাগরিকের জন্য তৈরি হবে, যাঁর মাধ্য়মে ওই ব্যক্তির চিকিত্সার পুঙ্খানুপুঙ্খ তথ্য মজুত থাকবে। -zee24