শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ইসরায়েলের রাজধানী কখনোই জেরুজালেম নয়

News Sundarban.com :
আগস্ট ১২, ২০২০
news-image

জেরুজালেমকে নিজের রাজধানী হিসেবে দাবি করে ইসরায়েল। তাদের এই দাবিকে স্বীকৃতি দিয়েছে যুক্তরাষ্ট্রও। তবে বিশ্বের সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রই ইসরায়েলের এই দাবিতে নেতিবাচক মনোভাব দেখিয়ে আসছে। সাম্প্রতিক একটি ঘটনায় ইসরায়েলে দাবির মুখে চপেটাঘাত করেছে ইতালির একটি আদালত।

আদালতটি বলেছে, ইসরায়েলের রাজধানী কখনোই জেরুজালেম নয়। এর রাজধানী তেলআবিব।

ঘটনাটি শুরু হয়েছে ইতালির এক টেলিভিশন শোতে একটি অনষ্ঠানকে কেন্দ্র করে। রাষ্ট্রীয় টেলিভিশনে একটি কুইজ প্রতিযোগিতায় একজন প্রতিযোগীর কাছে ইসরায়েলের রাজধানীর নাম জানতে চাওয়া হলে ওই প্রতিযোগী বলেন, ইসরায়েলের রাজধানীর নাম তেল আবিব। কিন্তু উপস্থাপক তার উত্তর ভুল বলে বাতিল করে দিয়ে বলেন, ইসরায়েলের রাজধানী জেরুজালেম।

উপস্থাপকের এই তথ্যের বিরুদ্ধে দুটি ফিলিস্তিনি সংগঠন আদালতে মামলা করে দেয়। এরই পরিপ্রেক্ষিতে ইতালির ট্রাইব্যুনাল ডি রোমা এই রায় দেন। – মিডলইস্ট মনিটর

আদালতের রায়ে বলা হয়েছে, অনুষ্ঠানের আগামী পর্বে তাদের সিদ্ধান্তকে ভুল বলে স্বীকার করে নিয়ে দর্শককে জানাতে হবে যে, ইসরায়েল জেরুজালেমকে নিজের রাজধানী হিসেবে দাবি করলেও আন্তর্জাতিকভাবে তাদের সে দাবির কোনো সমর্থন বা স্বীকৃতি মেলেনি।