শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

 গাছেই রাখি এবং মাস্ক পরালেন বিশিষ্ট সমাজসেবী

News Sundarban.com :
আগস্ট ৩, ২০২০
news-image

নিজস্ব প্রতিনিধি,বাসন্তী- সোমবার সকালে সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্যে মাস্ক এবং রাখি বেঁধে অভিনব ভাবে রাখি বন্ধন উৎসব পালন করলেন সুন্দরবনের বিশিষ্ট সমাজসেবী তথা কবি ফারুক আহমেদ সরদার।উল্লেখ্য ১০২ টি দ্বীপ আর ম্যানগ্রোভ অরণ্য নদীনালা বেষ্টিত জলাজঙ্গল নিয়ে বিশ্বের বিস্ময়কর সপ্তম আশ্চর্যের অন্যতম নিদর্শন পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ সুন্দরবন। সুন্দরবন আমাদের অক্সিজেন কারখানা। প্রাকৃতিক দুর্যোগ সহনকারি বাদাবন এবং প্রকৃতির মারণ গ্যাস ২০ বাতাস শোষণকারী বিশ্বের সপ্তম আশ্চর্যের ঐতিহ্যমন্ডিত এই সুন্দরবন। সুন্দরবন আমাদের সবকিছু বিপদ থেকে পরম বন্ধুর ন্যায় রক্ষাকারী ঢাল হিসাবে বাঁচিয়ে রেখেছে। সারাবিশ্বে করোনা মহামারী চলছে।

দাপট দেখিয়েছে আম্ফান সাইক্লোনও।কিন্তু সুন্দরবনের উপর তেমন বেশি প্রভাব খাটাতে পারেনি। সমস্ত দূষণ শোষণকারী শোধনকারী কারখানা এই সুন্দরবন কার্বন ডাই অক্সাইড শোষণ করে আমাদের অক্সিজেন দেয়। যার ফলে আমরা বেঁচে রয়েছি সুন্দরবনবাসী এবং বিশ্ববাসী হিসাবে।সোমবার ছিল রাখি পূর্ণিমার পূণ্যলগ্নে ভ্রাতৃত্বের মেলবন্ধনের এক ঐতিহাসিক দিন। করোনা মহামারী চলছে।মহামারী সংক্রমণ থেকে আমরা বাঁচার তাগিদে করোনা ভাইরাসের আক্রমণের বিরুদ্ধে যেমন লড়াই চালিয়ে যাচ্ছি তেমন যাতে ভাইরাস আক্রমণ করতে না পারে তার জন্য মাস্ক ব্যবহার করছি। ঠিক তেমনি সুন্দরবনকে বাঁচানো,যত্ন করা,রক্ষা করা আমাদের নৈতিক প্রয়োজন। সুন্দরবন আমাদের বাঁচাবে সমস্ত দূষণ গ্যাস জীবাণু শোষণ করে।রক্ষা করবে বন্যা ঝড় মোকাবিলা।আর সেই কারণে সুন্দরবন কে ভালোবেসে সুন্দরবনের প্রত্যন্ত দ্বীপ বাসন্তী ব্লকের ঝড়খালি জঙ্গল লাগোয়া মানগ্রোভ অরণ্যে সুন্দরবন উন্নয়ন পর্ষদের ঠিকা কর্মীদের নিয়ে,সুন্দরবনের কবি ও সমাজসেবী ফারুক আহমেদ সরদার এমন উদ্যোগ নিয়েছেন।সুন্দরবনের শতাধিক ম্যানগ্রোভ অরণ্যের গায়ে মাস্ক এবং রাখি পরিয়ে অভিনব সচেতনতার বার্তা দিলেন।

“গাছ লাগান,প্রাণ বাঁচান,সুন্দরবন বাঁচান,নিজে বাঁচুন এবং অপরকে বাঁচতে সাহায্য করুন। “
সমাজসেবী কবি ফারুক আহমেদ সরদার বলেন “জীব বৈচিত্র রক্ষা করতে গেলে সুন্দরবন কে রক্ষা করা একান্ত ভাবে প্রয়োজন ”।