শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

করোনা প্রতিষেধক সংক্রান্ত গোপন তথ্য চুরির চেষ্টায় রাশিয়ার হ্যাকাররা

News Sundarban.com :
জুলাই ১৭, ২০২০
news-image

নিউজ সুন্দরবন ডেক্স: করোনা প্রতিষেধক সংক্রান্ত গোপন তথ্য চুরির চেষ্টায় রাশিয়ার হ্যাকাররা। এই হ্যাকিং গ্রুপের নাম এপিটি২৯ বা দ্য ডিউকস বা কোজি বেয়ার। কুখ্যাত এই রুশ হ্যাকার গোষ্ঠী রাশিয়ার গোয়েন্দা সংগঠনের সঙ্গে জড়িত, এর আগেও এদের বিরুদ্ধে একাধিক সাইবার অ্যাটাকের অভিযোগ উঠেছে।

করোনা টিকা বার করার জন্য ভারত সহ পৃথিবীর বিভিন্ন দেশ কোমর বেঁধে নেমেছে। কিন্তু টিকা সংক্রান্ত গবেষণা চুরির চেষ্টা এর আগে ওঠেনি।রাশিয়া অবশ্য দাবি করেছে, এ কাজে তাদের কোনও হাত নেই। অভিযোগ, রুশ গোয়েন্দারা তাঁদের গোপনীয় করোনা টিকা সংক্রান্ত গবেষণামূলক তথ্য চুরির জন্য একাধিক সাইবার অ্যাটাক করেছে।