শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

গত চব্বিশ ঘণ্টায় রাজ্যে এখনও পর্যন্ত সর্বাধিক মানুষ করোনায় আক্রান্ত

News Sundarban.com :
জুলাই ১০, ২০২০
news-image

নিউজ সুন্দরবন ডেস্কঃ  গত চব্বিশ ঘণ্টায় রাজ্যে এখনও পর্যন্ত সর্বাধিক মানুষ করোনা য় আক্রান্ত হয়েছেন। এই সময় নতুন করে রেকর্ড সংখ্যক আরও এক হাজার ১৯৮ জন নভেল করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন। এই সংখ্যা এখনো পর্যন্ত সর্বাধিক। এই নিয়ে রাজ্যে করোনা সংক্রমিতের মোট সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭ হাজার ১০৯। অন্যদিকে এই সময়ে এখনো পর্যন্ত আরো ২৬ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে বলে আজ সন্ধ্যায় স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত রিপোর্টে উল্লেখ করা হয়েছে। যার মধ্যে ১৩ জন কলকাতার বাসিন্দা। ফলে এই নিয়ে রাজ্যে করণা আক্রান্তের মোট মৃতের সংখ্যা বেড়ে হল ৮৮০।

যার মধ্যে ৪৭০ জন কলকাতার বাসিন্দা।বর্তমানে ৮ হাজার ৮৮১ জন করোনা আক্রান্ত রোগী রাজ্যের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই সময় আরও ৫২২ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। ফলে মোট ১৭ হাজার ৩৪৮ জন রোগী আরোগ্য লাভ করলেন। গতকালের তুলনায় আরোগ্যের হার আরও কিছুটা কমে হয়েছে ৬৩ দশমিক ৯৯ শতাংশ।গত ২৪ ঘন্টায় ১০ হাজার ৬৩৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এই নিয়ে রাজ্যে এখনও পর্যন্ত মোট ৫ লাখ ৯৩ হাজার ৯৬৭ জনের নমুনা পরীক্ষা করা হলো।