শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

রাজ্যপালকে বাদ দিয়ে যাদবপুরে সমাবর্তন,ব্যথিত রাজ্যপাল

News Sundarban.com :
ডিসেম্বর ২২, ২০১৯
news-image

 তাঁকে বাদ দিয়ে যাদবপুরে সমাবর্তন কেন? এতে ব্যথিত রাজ্যপাল তথা আচার্য জগদীপ ধনখড়। এই সিদ্ধান্তের পিছনে রাজনৈতিক কারণ রয়েছে বলে মনে করেন তিনি। রাজ্যপালকে ঘিরে অশান্তির আশঙ্কায় ২৪ ডিসেম্বরের বিশেষ সমাবর্তন বাতিলের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয়। আর তাতেই ক্ষুব্ধ ধনখড়।

 

ঘটনার সূত্রপাত তিনমাস আগেই। বাবুর সুপ্রিয়কে উদ্ধার করতে ক্যাম্পাসে আসে খোদ আচার্য, আর এতেই ক্ষোভ পড়ুয়াদের মধ্যে।  এ ক্ষেত্রে বেশিরভাগ ছাত্র সংগঠনই চাইছে না অনুষ্ঠানে রাজ্যপাল আসুক। আপত্তি জানিয়ে শনিবার উপাচার্যকে চিঠি দিয়েছে SFI-ও। চিঠিতে রাজ‍্যপালকে ‘দাঙ্গাবাজদের দালাল’ বলেও উল্লেখ করেছে বাম ছাত্র সংগঠনে পড়ুয়ারা।

কাজেই পরিস্থিতি মোকাবিলায় এড়াতে শনিবার এগিজিকিউটিভ কাউন্সিলের বৈঠক ডাকা হয়। সেই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয় বিশেষ সমাবর্তন ছাড়াই হবে অনুষ্ঠান। এদিকে বিশেষ সমাবর্তন না হওয়ার কারণে রাজ্যপালকেও আর আসতে হবে না বিশ্ববিদ্যালয়ে। বিশেষ সমাবর্তন বাতিল ইস্যুতে সোমবার কোর্ট বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিলমোহড় দেওয়া হবে।