সোমবার, ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

দেশবাসীকে পেট্রল ও ডিজেল লিটার প্রতি ৩৫ থেকে ৪০ টাকায় বিক্রি করবেঃ রামদেব

News Sundarban.com :
সেপ্টেম্বর ১৭, ২০১৮
news-image

প্রতিদিনই বাড়ছে পেট্রল ও ডিজেলের দাম। এই পরিস্থিতির মোকাবিলায় কী করা উচিত তা নিয়ে যখন জোর চর্চা চলছে, তখন আশার কথা শোনালেন বাবা রামদেব। একটি সর্বভারতীয় চ্যানেলে যুবদের জন্য অনুষ্ঠানে তিনি বলেছেন, ‘সরকার আমাকে দায়িত্ব দিলে এবং করের ক্ষেত্রে কিছু ছাড় দিলে দেশবাসীকে পেট্রল ও ডিজেল লিটার প্রতি ৩৫ থেকে ৪০ টাকায় বিক্রি করতে পারব।’ এখানেই শেষ নয়, পেট্রল ও ডিজেলের দামও জিএসটির আওতায় আনার পক্ষে সওয়াল করেছেন রামদেব। তাঁর এই প্রস্তাবে রাজনৈতিক মহলে রীতিমতো সাড়া পড়ে গিয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, এই দাবির মধ্যে সত্যিই কি কোনও সারবত্তা রয়েছে? পাশাপাশি মূল্যবৃদ্ধি নিয়েও তোপ দেগেছেন রামদেব। তাঁর লক্ষ্য নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, জিনিসপত্রের আকাশছোঁয়া দামের জন্য ভোটের লড়াইয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারকে চরম মূল্য দিতে হতে পারে। এছাড়াও রয়েছে বেকারিত্বের সমস্যাও। এক প্রশ্নের উত্তরে তিনি জানিয়েছেন, ‘এখন যুব সমাজের প্রধান সমস্যাই হল হতাশা। তরুণ প্রজন্ম মনে করে যে, তাদের সামনে কোনও সুযোগই নেই। কিন্তু, এটা একেবারেই ঠিক নয়। আমাকেই দেখুন! আমার তো কোনও গডফাদার ছিল না! কিন্তু, নিজের উদ্যোগে এতবড় একটা সংস্থাকে (পতঞ্জলি) গড়ে তুলতে পেরেছি।’