শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

লোকসভা ও বিধানসভা নির্বাচন একসঙ্গে সম্ভব নয়: মুখ্য নির্বাচন কমিশনার

News Sundarban.com :
আগস্ট ১৪, ২০১৮
news-image

এক দেশ এক ভোটের পক্ষে একাধিক বার সওয়াল করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও৷ ২০২৪ সাল থেকে একসঙ্গে করে লোকসভা ও বিধানসভা ভোট করার জন্য নীতি আয়োগ গত বছরেই সুপারিশ করে।
মুখ্য নির্বাচন কমিশনারের কথায়,লোকসভা ও বিধানসভা নির্বাচন একসঙ্গে সম্ভব নয়৷ তার জন্য আইনে সংশোধনী আনা প্রয়োজন৷ মুখ্য নির্বাচন কমিশনার ওপি রাওয়াত৷ যার নির্যাস, ‘এক দেশ এক ভোট’ নিয়ে বিজেপি-র দাবি আপাতত ধোপে টিকছে না৷
লজিস্টিক ব্যবস্থা ১০০ শতাংশ সুনিশ্চিত করতে হবে৷ অতিরিক্ত পুলিশ বাহিনী, পোলিং পার্সোনেল প্রয়োজন৷’
সোমবার বিজেপি সভাপতি অমিত শাহ একটি চিঠি ল’ কমিশনকে পাঠান৷ তাতে আবেদন ছিল, নির্বাচন ঘোষণা হতেই আচরণবিধি লাগু হয়ে যায়। কোনও সিদ্ধান্ত নেওয়া যায় না। তা ছাড়া লোকসভা ও বিধানসভা ভোটের মধ্যে কোনও মিল নেই। দুটিতে আলাদা অ্যাজেন্ডায় ভোট হয়। তাই ভোটারদের ভাবনাকে সম্মান জানানো উচিত। একসময়ে ভোট করলে অনেকটা খরচ বাঁচানো যাবে৷