শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ফের মামলার ফাঁসে শিক্ষক নিয়োগ ৷

News Sundarban.com :
জুলাই ১৭, ২০১৮
news-image

আবারও নিয়মভঙ্গের অভিযোগ উঠল স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে ৷ এবার এসএসসি নির্বাচিত একাদশ-দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণদের প্যানেল বাতিল করার দাবি নিয়ে দায়ের নয়া মামলা ৷ কোর্টের নির্দেশমতো মেধাতালিকা প্রকাশ করেও মিলছে রেহাই ৷ শিক্ষক নিয়োগে ফের আইনি জটিলতা ৷ এবার প্যানেল বাতিলের দাবি তুলল চাকরিপ্রার্থীরা ৷ অভিযোগ, নিয়মভঙ্গ করেছে স্কুল সার্ভিস কমিশন ৷ কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে কমিশন সোমবারই একাদশ ও দ্বাদশ শ্রেণীর মেধাতালিকা প্রকাশ করে ৷ সেই তালিকা দেখে চাকরিপ্রার্থীদের অভিযোগ প্যানেল তৈরির ক্ষেত্রে নিয়ম মানেনি এসএসসি ৷ প্যানেলে নেই কোনও স্কোর কার্ড ৷ শুধুই উত্তীর্ণদের নামের তালিকা প্রকাশ করেছে কমিশন ৷ এর ফলে ভঙ্গ হয়েছে ২০১৬ এসএসসি-এর নিয়মের ১২ নং ক্লজ ৷ এবার এই তালিকা বাতিলের আবেদন নিয়েই কোর্টের দ্বারস্থ চাকরিপ্রার্থীরা৷
এর আগে মেধাতালিকা প্রকাশের আগেই উচ্চমাধ্যমিক স্তরে শিক্ষক নিয়োগের জন্য কাউন্সেলিংয়ের ডাক দিয়ে বির্তকে জড়িয়েছিল এসএসসি ৷ হাইকোর্টে শুনানিতে বিচারপতি শরাফের মন্তব্য, ‘মেধাতালিকা প্রকাশ না করে কিভাবে কাউন্সেলিংয়ের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে! চূড়ান্ত মেধাতালিকা প্রকাশের পরই কাউন্সেলিংয়ে ডাকতে পারে কমিশন ৷ তা না করে নিয়মভঙ্গ করেছে SSC ৷’
কমিশনের নিয়ম অনুযায়ী, এসএসসি-র ১২ নম্বর ধারায় বলা হয়েছে, আগে চূড়ান্ত মেধাতালিকা পিডিএফ ফর্ম্যাটে প্রকাশ করতে হবে ৷ তারপরই, কাউন্সেলিং প্রক্রিয়া শুরু করা যাবে ৷ মেধাতালিকা প্রকাশ না হওয়া অবধি কাউন্সেলিংয়ে স্থগিতাদেশ দেয় আদালত ৷ কিন্তু সোমবার মেধাতালিকা প্রকাশের পরও জটিলতা কাটার বদলে আরও আইনি ফাঁসে পড়ল শিক্ষক নিয়োগ ৷ ফের অনিশ্চয়তার দোলাচলে হাজার হাজার চাকরিপ্রার্থীর ভবিষ্যত ৷ এসএসসি শিক্ষক নিয়োগ নিয়ে ফের মামলার ফাঁসে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরে নিয়োগ বিলম্বিত হওয়ার আশঙ্কা ৷