শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

শীর্ষ আদালত নির্ভয়া খুন ও গণধর্ষণ মামলায় চূড়ান্ত রায় ঘোষণা করল

News Sundarban.com :
জুলাই ৯, ২০১৮
news-image

দেশের শীর্ষ আদালত নির্ভয়া খুন ও গণধর্ষণ মামলায় চূড়ান্ত রায় ঘোষণা করল ৷ ২০১২-র ১৬ ডিসেম্বর রাতে ২৩ বছরের প্যারামেডিক্যাল ছাত্রী দক্ষিণ দিল্লির একটি চলন্ত বাসে পুরুষ সঙ্গীর সামনেই ধর্ষিতা হন ৷ যৌনাঙ্গে লোহার রড ঢুকিয়ে অন্ত্র বের করে সআনা হয়েছিল ৷

সে সময় ঘটনার বিভৎসতায় চমকে গিয়েছিল গোটা দেশ ৷ শিউরে উঠেছিল আসমুদ্র-হিমাচল ৷ প্রায় ১৩ দিনের লড়াই শেষে সিঙ্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয়েছিল নির্যাতিতার ৷ গর্জে উঠেছিল আট থেকে আশি দেশের সাধারণ মানুষ ৷ প্রতিবাদ আছড়ে পড়েছিল মিছিলের মোমবাতির শিখায় ৷ ৬ ধর্ষককে গ্রেফতার করে দিল্লি পুলিশ ৷ বিচার চলাকালীন রাম সিং নামে একজনের মৃত্যু হয় তিহার জেলে ৷ এর মধ্যে একজনের বয়স ১৮-র কম হওয়ায় নাবালক অপরাধী হিসাবে তাকে সংশোধনাগারে পাঠানো হয়েছিল ৷ ৩ বছর পর মুক্তিও পেয়ে যায় সে ৷
ধর্ষকদের ফাঁসির সাজাই বহাল থাকবে ৷ গত বছর ৫ মে সুপ্রিম কোর্ট ফাঁসির সাজা শুনিয়েছিল চার অভিযুক্তকে ৷ এর মধ্যে শাস্তির পুনর্বিবেচনা চেয়ে আবেদন করেছিল মুকেশ, বিনয় ও পবন নামের তিনজন ৷ অক্ষয় নামের একজন পুনর্বিবেচনার আবেদন করেনি। অবশেষে আজ প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ এই রায় ঘোষণা করল ৷