রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

শীর্ষে বাঙালি, আজ প্রকাশিত হল আইসিএসই ও আইএসসি-র দশম ও দ্বাদশ শ্রেণির ফল

News Sundarban.com :
মে ১৪, ২০১৮
news-image

২০১৮ সালে আইসিএসই-র পরীক্ষা শুরু হয় ২৬ ফেব্রুয়ারি। শেষ হয় ১২ এপ্রিল। অন্যদিকে আইএসসি পরীক্ষা শুরু হয় ৭ ফেব্রুয়ারি। শেষ হয় ৪ এপ্রিল। আজ প্রকাশিত হল আইসিএসই ও আইএসসি-র দশম ও দ্বাদশ শ্রেণির ফল। শীর্ষে বাঙালি গত বছরের মতো এবছরও ছেলেদের ছাপিয়ে বেশি ভাল ফল করেছে মেয়েরা।
এবার আইসিএসইতে পাশের হার ৯৮.৫ শতাংশ। আইএসসিতে পাশ করেছেন ৯৬.২১ শতাংশ পরীক্ষার্থী। আইসিএসইতে দেশে প্রথম হয়েছে মুম্বইয়ের শ্যাম দাস। শ্যাম পেয়েছে ৯৯.৪ শতাংশ নম্বর। লক্ষ্যনীয় বিষয় হল এবার আইএসসিতে মোট ৭ জন প্রথম হয়েছে। এদের সবার প্রাপ্ত নম্বর ৯৯.৫ শতাংশ। । এবার আইসিএসইতে ছাত্রীদের পাশের হার ছাত্রদের থেকে বেশি। ছাত্রীদের পাশের হার ৯৮.৯৫ শতাংশ। ছাত্রদের পাশের হার ৯৮.১৫ শতাংশ। আইএসসিতেও এগিয়ে মেয়েরা। ছাত্রীদের পাশের হার ‌যেখানে ৯৭.৬৩ শতাংশ সেখানে ছাত্রদের পাশের হার ৯৪.৯৬ শতাংশ।
ICSE-এর দশম শ্রেণি এবং ISC-এর দ্বাদশ শ্রেণির ফল প্রকাশিত হল ৷ কাউন্সিল ফর ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশনের অফিসিয়াল ওয়েবসাইট www.cisce.org or www.results.cisce.org -তে গিয়ে রেজাল্ট দেখতে পাবে ছাত্রছাত্রীরা ৷