শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সুন্দরবনের গভীর জঙ্গলে মাছ কাঁকড়া ও মধু সংগ্রহ করতে গিয়ে বাঘের কবলে দুই মৌলে

News Sundarban.com :
এপ্রিল ২৬, ২০১৮
news-image

সুন্দরবনের বাঘ তুলে নিয়ে গেল দুই ব্যক্তিকে। ঘটনাটি ঘটেছে বুধবার বিকালে দক্ষিণ ২৪ পরগণা জেলার গোসাবা থানার প্রত্যন্ত সুন্দরবনের গাজীর খাল জঙ্গলে। নিখোঁজ দুই মৌলের নাম নগেন মাঝি ও জগদীশ বিশ্বাস। বুধবার বিকেলে সুন্দরবনের সজনেখালি লাগোয়া পীরখালির জঙ্গলে ঘটনাটি ঘটেছে। বৃহস্পতিবার সকালে এই খবর পৌঁছতেই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


উল্লেখ্য গত সোমবার গোসাবা থানার সুন্দরবনের লাহিড়ীপুর এলাকা থেকে তিন সঙ্গী মিলে মাছ, কাঁকড়া ও মধু সংগ্রহ করতে সুন্দরবনের গভীর জঙ্গলে গিয়েছিলেন। সেখানে বুধবার বিকেলে যখন তারা জঙ্গলের মধ্যে কাঁকড়া ধরছিলেন সেই সময় বাঘে টেনে নিয়ে যায় নগেন মাঝিকে। নগেনের অন্য দুই সঙ্গী জগদীশ ও স্বপন মণ্ডল তাকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়ে বাঘের উপর। ততক্ষণে বাঘের থাবায় নগেন নিস্তেজ হয়ে মাটিতে লুটিয়ে পড়েছে। শিকার ধরে জঙ্গলে যাওয়ার পথে জগদীশ ও স্বপনের কাছে বাধা পেয়ে পাল্টা জগদীশের উপর ঝাঁপিয়ে পড়ে সুন্দরবনের হিংস্র দক্ষিণরায়।দক্ষিণরায়ের সেই ভয়ঙ্কর হুঙ্কার আর আক্রমনের সামনে নিজেকে সঁপে দেয় জগদীশ। অবস্থা বেগতিক বুঝে ঘটনাস্থল থেকে নিজের প্রান বাঁচাতে পালিয়ে আসে স্বপন মণ্ডল। বৃহস্পতিবার সকালে এলাকায় ফিরে স্বপন এই খবর জানালে এলাকায় নেমে আসে শোকের ছায়া। বন দফতর সুত্রে জানা গিয়েছে এদের কাছে কোন বৈধ অনুমতি ছিল না। এরা সরকারী অনুমতি ছাড়াই জঙ্গল থেকে মাছ, কাঁকড়া ও মধু সংগ্রহ করতে গিয়েছিলেন। ঘটনার তদন্ত শুরু করেছে বন দফতর। এলাকাবাসিরা জানিয়েছেন নিখোঁজ নগেন মাঝি শান্তিগাছি গ্রামের বাসিন্দা অন্যদিকে জগবন্ধু বিশ্বাস গোসাবার লাহিড়ীপুরের বাসিন্দা ছিলেন।