সোমবার, ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

বাসন্তী থেকে মাদক ও পাইপগান সহ গ্রেফতার ৫ কুখ্যাত দুষ্কৃতী

News Sundarban.com :
এপ্রিল ৩, ২০১৮
news-image

গোপন সুত্রে খবর পেয়ে পাঁচ কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেফতার করলো দক্ষিণ ২৪ পরগণার জেলার বাসন্তী থানার পুলিশ।ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে পনেরো লিটার ফেন্সিডিল(কাশির সিরাপ), একটি পাইপগান, একটি অটো ও একটি মোটর বাইক। দক্ষিণ ২৪ পরগণার জেলার বাসন্তী থানার ভরতগড় থেকে রবিবার রাতে এই পাঁচ দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের সোমবার আলিপুর আদালতে তোলা হবে।

বেশ কিছুদিন ধরেই বাসন্তী থানার পুলিশের কাছে খবর ছিল যে কয়েকজন কুখ্যাত দুষ্কৃতী বাসন্তীতে এসেছে মাদক পাচারের উদ্দ্যেশে। পাশাপাশি বেআইনি অস্ত্রের নিয়ে ও তারা ঘোরাঘুরি করছে। সেই খবর পেয়েই গত কয়েকদিন ধরে বাসন্তী থানার বিভিন্ন এলাকায় সাদা পোশাকে পুলিশ তাদের খোঁজাখুঁজি শুরু করেছিল। অবশেষে  রবিবার রাতে বাসন্তী থানার ভরতগড় থেকে প্রদীপ মণ্ডল, রাজু সেখ, হারান ফকির, আইনুদ্দিন সেখ ও রসিদ মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সুত্রে খবর রাজু সেখ ওরফে বাচ্চু উত্তর ২৪ পরগণা জেলার জগদ্দলের বাসিন্দা। ঐ এলাকায় দীর্ঘদিন কারখানায় ডাকাতির ঘটনায় জড়িত ছিল সে। পরে কিছুদিন হুগলীতে গিয়ে ও অসামাজিক কাজকর্ম করেছে। সম্প্রতি দক্ষিণ ২৪ পরগণা জেলার বাসন্তীতে এসে দুষ্কৃতীদের একত্রিত করে নতুন করে অসামাজিক কাজকর্ম শুরু করেছিল। অন্যদিকে হারান ফকির ও বিভিন্ন ডাকাতির ঘটনায় জড়িত। পুলিশের দাবী এরা সকলেই কুখ্যাত ডাকাত দলের সদস্য। মূলত কারখানা ডাকাতির সাথে এরা জড়িত। ধৃতদের সোমবার আদালতে তোলা হবে। ধৃতদের পুলিশ হেফাজতে নেওয়ার আর্জি জানানো হবে আদালতের কাছে।