শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ক্যানিংয়ে স্টোন ম্যান আতঙ্ক পাথরের আঘাতে মৃত্যু শিশুর গুরুতর জখম মা

News Sundarban.com :
মার্চ ২৬, ২০১৮
news-image

এবার স্টোনম্যান আতঙ্ক ছড়াল দক্ষিণ ২৪ পরগণার ক্যানিং এ। রাতে হাসপাতাল থেকে বড় মেয়ের চিকিৎসা করিয়ে অটোয় চেপে স্বামী ও দুই সন্তানকে নিয়ে বাড়ি ফিরছিলেন এক গৃহবধূ। রাস্তার মাঝে আচমকা অটো লক্ষ্য করে ছুটে আসে পাথর। আর সেই পাথরের ঘায়েই মাথা ফেটে গুরুতর জখম হন মমতা নস্কর নামে ঐ মহিলা। জখম হয় তার এক সন্তানও। চিকিৎসার পরে মৃত্যু হয় বছর খানেকের ওই শিশু কন্যারI ঘটনায় মাথা ফেটে অটোর মধ্যেই মমতা নস্কর সংজ্ঞাহীন হয়ে পড়লে তাদেরকে অটো থেকে নামিয়ে দিয়ে পালিয়ে যায় অটো চালকও। এরপর স্থানীয়দের প্রচেষ্টায় অবশেষে রবিবার গভীর রাতে ক্যানিং মহকুমা হাসপাতালে জখম স্ত্রী ও মেয়েকে নিয়ে আসেন কিঙ্কর নস্কর। ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়ায় দক্ষিণ ২৪ পরগণার জেলার  ক্যানিং থানার তালদি বাস মোড় এলাকায়।
বড় মেয়ের শরীর খারাপ থাকায় স্বামী স্ত্রী মিলে একসাথে দুই মেয়েকে নিয়েই রবিবার রাতে ক্যানিং মহকুমা হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসা করাতে এসেছিলেন। সেখানে মেয়ের চিকিৎসার পর সকলে মিলেই অটোতে করে বাড়ি ফিরে যাচ্ছিলেন। তালদি বাস মোড়টা পেরোতেই আচমকা অটো লক্ষ্য করে  কেউ পাথর ছুড়ে মারে। সেই পাথরের ঘায়ে মাথা ফাটে মমতা নস্করের। আচমকা কপালে পাথরের আঘাত লাগায় কোলে থাকা ছোট মেয়ে হাত থেকে পরে গিয়ে সে ও গুরুতর জখম হয়। ঘটনার পর জ্ঞান হারান মমতা নস্কর। তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে আসার চেষ্টা করলে অটোচালক তাদেরকে ঘটনাস্থলে ফেলেই পালিয়ে যায় বলে অভিযোগ। পরে অবশ্য স্থানীয়রা তাদের উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য। সেখানে প্রাথমিক চিকিৎসার পর দুজনেরই অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের কলকাতার চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় চিকিৎসার জন্যI সেখানে সোমবার সকালে মৃত্যু হয় ছোট শিশু কন্যাটিরI এই ঘটনয় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। ঘটনার খবর পেয়ে ক্যানিং থানার পুলিশ তদন্ত শুরু করেছে।  অন্যদিকে এ বিষয়ে সোনারপুর রেলপুলিশেও দায়ের হয়েছে অভিযোগI