শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বাবার শোকে কাতর মাধ্যমিক পরীক্ষার্থী

News Sundarban.com :
মার্চ ১৩, ২০১৮
news-image

ভাঙড়ে যুব তৃণমূলের নেতা খুনের ঘটনায় গ্রেপ্তার ১। ধৃ্ত জলধর মন্ডল। রবিবার রাতে বগডোবা গ্রামে তল্লাশি চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃত ব্যক্তি কে এদিন আদালতে তোলা হলে বিচারক পুলিশ হেফাজতের নির্দেশ দেন ।ঘটনার পর থেকে এলাকা যথেষ্ট থমথমে। এই ঘটনায় নিহতের স্ত্রী ১১ জনের নামে থানায় অভিযোগ দায়ের করেছেন। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্তরা। অন্যদিকে এই ঘটনার জেরে ভেঙে পড়েছে নিহতের বড় মেয়ে মাধ্যমিক পরীক্ষার্থী সুস্মিতা প্রামাণিক। বাবাকে দুষ্কৃতীরা পিটিয়ে মেরে খুন করেছে। বাবার শোকে কাতর মাধ্যমিক পরীক্ষার্থী মেয়ে আর পরীক্ষায় বসতে পারল না। বাবার দেহ মর্গে, মেয়ে বাড়িতে শোকে কাতর। রবিবার ভাঙড়ে জলাভূমি দখল রুখতে গিয়ে দুষ্কৃতীদের সঙ্গে বিবাদে জড়িয়ে খুন হয়েছেন এলাকার যুব তৃণমূল নেতা মনু প্রামানিক। তারই শোকে সোমবার বড় মেয়ে সুষ্মিতার মাধ্যমিক পরীক্ষা দেওয়া হল না। এদিন সুষ্মিতাকে পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাবেন বলে কথা দিয়েছিলেন তার বাবা মনু প্রামানিক। তার আর পরীক্ষা দিতে যাওয়া হয় নি বাবার সাথে। এদিন সকাল থেকে বারে বারেই সুষ্মিতা বাবার কথা বলতে বলেতে মূর্ছা যেতে থাকে। ‘বাবা আমাকে পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাবে বলেছিল। বাবা ছাড়া পরীক্ষা দিতে যাব না বলে কান্না শুরু করে’‌। সুষ্মিতা এবার ভাঙড়ের বামনঘাটা স্কুল থেকে মাধ্যমিক পরীক্ষায় বসার কথা ছিল। তার পরীক্ষার আসন পড়েছিল ভোজেরহাটের সারদা স্কুলে। কয়েকদিন আগেই বাবা মনু প্রামানিক মেয়েকে কথা দিয়েছিলেন তাকে পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাবেন। কিন্তু তা আর হল না। তার আগেই রবিবার সকালে তিনি জলাভূমির দখল রুখতে গিয়ে দুষ্কৃতীদের হাতে খুন হন। তাঁর দেহের ময়না তদন্ত করা হয়েছে। মাথায় ও কানের পাশে আঘাত জনিত কারনে তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গেছে।