শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ভাঙ্গন ধরেছে বিজেপি-টিডিপি জোটে

News Sundarban.com :
জানুয়ারি ২৭, ২০১৮
news-image

কিছুদিন আগে প্রকাশ্যে এসেছিল শিব্সেনা-বিজেপির ২৯ বছরের ব্ন্ধুত্বে চিড় ধরতে শুরু করেছে ।তার জেরে শিবসেনার তরফে এও বলা হয়েছে মহারাষ্ট্রে শিবসেনা,বিজেপির যে জোট রয়েছে তা আর বেশী দিন দীর্ঘ স্থায়ী থাকবেনা। আর সেই একই ঘট্নার পুনঃরাবৃত্তি ঘ্ট্ল। চন্দ্রবাবু নাইডুর তেলুগু দেশমের (টিডিপি) শরিক হিসাবে অন্ধ্রপ্রদেশে ক্ষমতাসীন সরকারে আছে বিজেপি। আবার কেন্দ্রে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-তে জোট শরিক টিডিপি। আর জোটে থাকার সত্ত্বেও ইদানীং টিডিপিকে প্রকাশ্যেই গালমন্দ করছেন অন্ধ্রের বিজেপি নেতারা। যার জেরে ভাঙ্গন ধরেছে বিজেপি-টিডিপি জোটে। প্রথমবার এ ব্যাপারে মুখ খুলে জোট ভাঙার ইঙ্গিত দিলেন চন্দ্রবাবু। এও বলেছেন-ওরা জোট বহাল রাখতে আগ্রহী না থাকলে টিডিপি নিজের রাস্তা দেখে নেবে। তাঁর এই মন্তব্যে জোট ভাঙার পরোক্ষ হুঁশিয়ারি রয়েছে বলে মনে করা হচ্ছে।অন্ধ্রের যে বিজেপি নেতারা টিডিপির নিন্দা করছেন, তাঁদের সামলানোর দায়িত্ব বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের, বলেন চন্দ্রবাবু। সাংবাদিকদের সামনে দেশম প্রধান দাবি করেন, বিজেপি নেতাদের মন্তব্যে পাল্টা তোপ দাগা থেকে তিনি দলনেতাদের সংযত রেখেছেন। বলেন, জোটধর্ম মেনে আমরা মুখ বুজে রয়েছি। ওরা আমাদের সঙ্গে থাকতে না চাইলে আমরাও নমস্কার জানিয়ে নিজেদের রাস্তা দেখে নেব। আমরা তৈরি।
প্রসঙ্গত, উদ্ধব ঠাকরের শিবসেনা ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়ে ঘোষণা করেছে, তারা ২০১৯-এর সাধারণ নির্বাচনে, মহারাষ্ট্রের ভোটেও বিজেপির সঙ্গে থাকবে না, আলাদা প্রতিদ্বন্দ্বিতা করবে।