শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ইংলিশ প্রিমিয়ার লিগে অনন্য রেকর্ড ওয়েঙ্গার

News Sundarban.com :
জানুয়ারি ১, ২০১৮
news-image

ইংলিশ প্রিমিয়ার লিগে অনন্য রেকর্ড গড়লেন আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গার৷ তবে রেকর্ডের মুহূর্তটা জয় দিয়ে স্মরণীয় করে রাখতে পারল না তার দল৷ ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিয়নের বিরুদ্ধে ম্যাচটি গানার্সদের কাছে বাড়তি মাত্রা পাচ্ছিল ম্যানেজার ওয়েঙ্গারের মাইলফলকের জন্যই৷ ওয়েঙ্গার প্রিমিয়ার লিগের সর্বাধিক ম্যাচে কোচিং করানোর রেকর্ড গড়েন এই ম্যাচেই৷ এই নিরিখে তিনি টপকে যান কিবদন্তি স্যার অ্যালেক্স ফার্গুসনকে৷ ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ম্যানেজার হসেবে ৮১০টি প্রিমিয়ার লিগ ম্যাচে রেড ডেভিলসদের ডাগ আউটে ছিলেন ফার্গুসন৷ ওয়েস্ট ব্রমউইচ ম্যাচের পর ওয়েঙ্গারের সেই সংখ্যা দাঁড়ায় ৮১১৷ ম্যাচের আগে ক্লাবের তরফে সোশ্যাল মিডিয়ায় ওয়েঙ্গারকে জয় উপহার দেওয়ার আহ্বান জানানো হয়৷ সেই পথেই হাঁটছিল আর্সেনাল৷ তবে ম্যাচের একেবারে শেষ মুহূর্তে রেফারির বিতর্কিত সিদ্ধান্তে হিসাবটা গোলমাল হয়ে যায় গানার্সদের৷ ৮৩ মিনিটে ম্যাকক্লিনের আত্মঘাতী গোলে ব্রমউইচের বিরুদ্ধে এগিয়ে গিয়েছিল আর্সেনাল৷ ৮৯ মিনিটে পেনাল্টি থেকে ম্যাচে সমতা ফেরনা রডরিগেডজ৷ যদিও পেনাল্টির সিদ্ধান্ত মোটেও মেনে নিতে পারেছন না ওয়েঙ্গার৷ নিশ্চত জয় হাতছাড়া হওয়ায় ম্যাচ শেষে তিনি প্রচ্ছন্নভাবে রেফারির সিদ্ধান্তের সমালোচনা করেন৷
ওয়েঙ্গার বলেন, ‘এটা মেনে নেওয়া কঠিন৷ যা ঘটেছে, রেফারির সিদ্ধান্তে তার থেকে অনেক বড় শাস্তি পেতে হয়েছে আমাদের৷ তবে এই প্রথমবার নয়৷ অনেক আগে থেকেই এমনটা দেখে আসছি আমরা৷ এই বিষয়ে কথা না বলে বিষয়টা মেনে নেওয়াই বুদ্ধিমানের কাজ৷’