শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

নাম না করে কংগ্রেসের সমালোচনায় মুখর হলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি

News Sundarban.com :
ডিসেম্বর ৩, ২০১৭
news-image

নাম না করে কংগ্রেসের সমালোচনায় মুখর হলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। শনিবার সুরাটের এক জনসভায় অরুণ জেটলি বলেন, ‘আটের দশকে সামাজিক মেরুকরণের বাড়বাড়ন্ত ফলে অশান্ত ছিল গোটা রাজ্য। কিন্তু বিজেপির শাসনে রাজ্য থেকে এই মেরুকরণের রাজনীতি বিদায় নিয়েছে। গোটা রাজ্য উন্নয়নের পথে এগিয়ে চলেছে।’
রাহুল গান্ধীর মন্দির যাওয়া প্রসঙ্গে অরুণ জেটলি বলেন, ‘বিজেপি সব সময় হিন্দুত্বের স্বপক্ষে সওয়াল করেছে। হিন্দুত্বের প্রশ্নে বিজেপিই আসল, বাকি সব ক্লোন বা নকল।’ পাশাপাশি দেশের খারাপ আর্থিক বৃদ্ধি প্রসঙ্গে বলতে গিয়ে আগের ইউপিএ সরকারের বিরুদ্ধে তোপ দেগে অর্থমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী কার্যভার গ্রহণের আগে যে দলটি গত ১০ বছর ধরে ক্ষমতায় ছিল তারা চূড়ান্ত দুর্নীতিগ্রস্ত ছিল।’ তিনি আরও বলেন, ‘দলটি নেতাহীন ছিল, তৎকালীন প্রধানমন্ত্রী সম্পর্কে বলা হতো তিনি কেবল দফতরের, কিন্তু ক্ষমতার নয়। বিদেশি বিনিয়োগ ভারতে থেমে গিয়েছিল। কিন্তু বর্তমানে বিনিয়োগে অনুকূল পরিস্থিতি হিসেবে গোটা বিশ্বে এখন ৪২ তম স্থানে রয়েছে ভারত।