শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

হিংসতা বন্ধে কফি আনান কমিশনের সুপারিশ বাস্তবায়ন চায় ভারত

News Sundarban.com :
সেপ্টেম্বর ৯, ২০১৭
news-image

মিয়ানমারের রাখাইন রাজ্যে সহিংসতা বন্ধে কফি আনান কমিশনের সুপারিশ বাস্তবায়ন চায় ভারত।

সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মিয়ানমার সফরকালে সে দেশের স্টেট কাউন্সিলর অং সান সু চির সঙ্গে বৈঠকে এ নিয়ে কথা বলেছেন।

তিনি রাখাইন রাজ্যে অবনতিশীল সংঘাতময় পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেন।

ভারতের কূটনৈতিক সূত্র জানায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, রাখাইন রাজ্যের সংঘাত নিরসনে কফি আনান কমিশনের সুপারিশ বাস্তবায়নের পক্ষে দিল্লি। এ সুপারিশ বাস্তবায়নের মধ্য দিয়েই শান্তি ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠা সম্ভব। রাখাইনে আর্থ-সামাজিক উন্নয়নে যৌথ সহযোগিতার ব্যাপারে দুই দেশ একমত হয়েছে।