বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

খাল কাটা কেন্দ্র করে অাক্রান্ত তৃণমূল নেতা

News Sundarban.com :
ফেব্রুয়ারি ৪, ২০১৮
news-image

নিজস্ব প্রতিনিধি গ্রামের চাষীদের চাষের জন্য পর্যাপ্ত জলের অভাব মেটাতে গত ৮ জানুয়ারী ক্যানিং পশ্চিমের বিধায়ক শ্যামল মন্ডলের উদ্যোগে ক্যানিংয়ের গোপালপুর পঞ্চায়েতের আমতলা চৌমাথায় খাল খনন ও সংস্কারের কাজ শুরু হয়। প্রায় ১০কিমি চারটি খাল সংস্কার ও খনন এর জন্য বরাদ্দ হয় সাড়ে চার কোটি টাকা। অভিযোগ এই খাল খনন কে কেন্দ্র করে এবং গোপালপুর পঞ্চায়েতের কচুয়া গ্রাম থেকে তৃণমূল কে উৎখাত করার জন্য এসইউসিআই এর বেশ কয়েকজন সদস্য ও কিছু সমাজ বিরোধীরা গত ২৬ জানুয়ারী গোপালপুর গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত সদস্য মনিরুল মিস্ত্রীর উপর আক্রমণ করে। আহত মনিরুল বাবু ক্যানিং থানায় নাসির আখন্দ,কুতুব আখন্দ,সামসুদ্দিন আখন্দ,রাজ্জাক সেখ,জালা আখন্দ,সরিফুউদ্দিন অাখন্দ সহ মোট সাতজনের নামে অভিযোগ দায়ের করেন বলে জানিয়েছেন।তৃণমুল নেতার উপর অাক্রমণের প্রতিবাদ জানিয়ে শনিবার আমতলার কচুয়া গ্রামে এক প্রতিবাদ সভার আয়োজন করেন গোপালপুর তৃণমুল কংগ্রেস। প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন ক্যানিং পশ্চিমের বিধায়ক শ্যামল মন্ডল,দক্ষিণ ২৪ পরগণা জেলা সহকারী সভাধিপতি শৈবাল লাহিড়ী,গোপালপুর পঞ্চায়েত অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি বলাই মাহান্তী,বুলবুল আখন্দ সহ অন্যান্যরা। বিধায়ক শ্যামল মন্ডল বলেন “যারা দীর্ঘদিন ক্ষমতায় থেকে কোন উন্নয়ন করতে পারেনি। আর যাদের কোন অস্তিত্ব নেই সেই এসইউসিআই  উন্নয়নে বাধা দিয়ে প্রচারের আলোয় আসতে চাইছে। মানুষ তৃণমূলের উন্নয়নের সাথী ফলে সাধারণ মানুষের উন্নয়নের কাজে বাধা দেওয়ার ক্ষমতা নেই”।
অন্যদিকে এ ব্যাপারে জানার জন্য এসইউসিআই এর প্রাক্তন সাংসদ তরুন মন্ডলের ফোনে যোগাযোগের চেষ্টা করে ফোনে না পাওয়ার জন্য তাঁর কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।