শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

মুর্শিদাবাদের রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্কের ম্যানেজার নিখোঁজ

News Sundarban.com :
সেপ্টেম্বর ১৮, ২০১৭
news-image

তিনদিন পরেও কোন খোঁজ মিলনা মুর্শিদাবাদের নবগ্রাম থানার পলসন্ডা এলাকায় অবস্থিত এক রাষ্ট্রায়াত্ত ব্যাংকের ম্যানেজারের।নিখোঁজ ওই ব্যক্তির নাম দেবাশীষ পাল ।এই বিষয়ে নিখোঁজের পরিবার সংশ্লিষ্ট দপ্তর ও নবগ্রাম থানায় একটি নিখোঁজ ডায়রী করেছেন।এই ব্যাপারে জেলার পুলিশ সুপার শ্রী মুকেশ বলেন,ব্যাঙ্ক ম্যানেজারের খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে,কিভাবে ওই বেক্তি নিখোঁজ হলেন তা জানতে তদন্তে নেমেছে পুলিশ।তার পরিবারের সাথেও প্রতি মুহূর্তে যোগাযোগ রাখা হচ্ছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে দিন দশেক আগে নবগ্রামের পলসন্ডা শাখায় যোগদান করেন দেবাশীষ পাল ।এলাকাতে একটি ভাড়া বাড়ি নিয়ে তিনি একা থাকতে শুরু করেন।বৃহস্পতিবার ভাড়া বাড়ির দরজা হাট করে খুলেই ব্যাঙ্কে আসেন।পরবর্তীতে ব্যাঙ্কের চাবি সহকর্মীর হাতে তুলে দিয়ে রিজিওনাল অফিসে যাচ্ছি বলে বেরিয়ে পড়েন দেবাশীষবাবু।বাস্তব পক্ষে তিনি অফিসে না গিয়ে বহরমপুর শহরের সমবায়িকা মোড়ের একটি এটিএম থেকে সাড়ে নয় হাজার টাকা তোলেন।তার পর থেকেই তার গতিবিধির কোন খোঁজ মেলেনি ব্যাঙ্ক কর্তৃপক্ষ ও পুলিশের কাছে।জানা যায় বুধবার ব্যাঙ্ক পরিষেবা নিয়ে সহ কর্মীদের সঙ্গে বাচসাও বাধে ওই ম্যানেজারের।প্রশ্ন উটছেছে মানসিক ভাবে কষ্ট পেয়েই কি নিখোঁজ হলেন দেবাশীষ বাবু।সব দিক খুঁজে না পাওয়া গেলে ওই ব্যাঙ্ক ম্যানেজারের উত্তর ২৪ পরগনার বিরাটির বাড়িতে খোঁজ দেওয়া হয়।পরবর্তীতে নিখোঁজ দেবাশীষ বাবুর বাড়ির লোকজন নবগ্রামে এসে তার খোঁজ পেতে থানায় নিখোঁজ ডায়রী লিপিবদ্ধ করেন।এই দিকে বছর আটত্রিশের ওই ম্যানেজার নিখোজ হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়, আতঙ্ক ছড়িয়ে তার বাড়িতে।