বুধবার, ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

সুন্দরবনে “নাওয়াঁ বিহান” ফুটবল টুর্নামেন্ট

News Sundarban.com :
ডিসেম্বর ২৬, ২০১৭
news-image

বর্তমান আর্থসামাজিক পরিবর্তনশীল প্রতিকুল পরিস্থিতিতে আদিবাসী সমাজ সত্ত্বা চরম ভাবে বিপন্নতার মুখোমুখি। এই চরম বিপন্নতা থেকে আদিবাসী জাতি স্বত্ত্বাকে বাঁচাতে তিলকা মাঝি,বিরসা মুন্ডা,সিধু মুর্মু,কানহু মুর্মু সহ মহান সংগ্রামীদের সংগ্রাম ,চরিত্র ও শিক্ষনীয় বিষয়গুলি সমাজের সর্বোচ্চস্তরে পৌঁছে দেওয়া এবং আত্মসচেতন উন্নত মূল্যবোধ সমৃদ্ধ যুব সমাজ গড়ে তোলা একান্ত প্রয়োজন। এই মহান উদ্দেশে সেই নাম উজ্জল রাখতেই এক অভিনব ফুটবল টুর্নামেন্টের আয়োজন।সোনারপুর নাওয়াঁ বিহান সাহিত্য পত্রিকা আয়োজিত  মঙ্গলবার দশম বর্ষের ফুটবল খেলার সুচনা করেন শিক্ষক তারাপদ সরদার। দক্ষিণ ২৪  পরগণা জেলার গোসাবা থানার পালপুর আদিবাসী মিত্র সংঘের মাঠে আট দলের একদিনের ফুটবল টুর্নামেন্টে পালপুর মাহাতো পাড়া আদিবাসী যুবক সংঘ ৪-৩ গোলে ট্রাইবেকার  হালদার ঘেরী আদিবাসী কালীমাতা সংঘকে পরাজিত করে জয়লাভ করে। সর্বোচ্চ গোলদাতার সম্মান পান জয়ী দলের ভবেন সরদার।
উল্লেখ্য এই প্রতিযোগীতার খেলোয়াড়,রেফারী,বিশিষ্ট ব্যাক্তি, সহ সকলেই আদিবাসী সম্প্রদায়ের  ।যা সুন্দরবন তথা বাংলায় বিরল।