শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের করোনা ভাইরাস নিয়ে সচেতনতা

News Sundarban.com :
জুলাই ২৭, ২০২০
news-image

মৌসুমী চ্যাটার্জী,বাঁকুড়া:

“শুধু বাইরে বেরোনোর সময়‌ই নয় লোডিং-আনলোডিং’এর কাজ করার সময়ও মাস্ক পরে থাকতে হবে”, “প্রতিবার খাবার আগে সাবান দিয়ে ভালো করে হাত ধুয়ে নিতে হবে”, “কাজ করার সময় ছফুট দূরত্ব বজায় রাখা সব সময় সম্ভব না হলেও বাড়ির বাইরে ও কর্মক্ষেত্রে যতদূর সম্ভব দৈহিক দূরত্ব বজায় রাখতে হবে”, “দোক্তা, জর্দা, খৈনী, গুটকা খাওয়া পরিহার করতে হবে আর খেলে ড্রেনে ছাড়া যেখানে সেখানে থুথু ফেলা চলবে না” – আর এই কটা জিনিস মেনে চলতে পারলেই আমরা সবাই মিলেই ঠেকিয়ে দিতে পারবো করোনা ভাইরাসের দ্রুত ছড়িয়ে পড়া বা সংক্রমণ।

– আজ সকালে বাঁকুড়া ২নং ব্লকের পাতাকোলা ব্রীজের সন্নিকটে কুন্ডু কোল্ড ষ্টোর ও কেরাণীবাঁধের নন্দী মিলের গোডাউনগুলিতে কর্মরত মুটিয়া শ্রমিকদের মধ্যে করোনা অতিমারি সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে এভাবেই প্রচার চালালেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের বাঁকুড়া জেলা সম্পাদক জয়দেব চন্দ্র ও বাঁকুড়া বিজ্ঞান কেন্দ্রের সম্পাদক সোমনাথ দত্ত। পাশাপাশি ঐ দুই স্থানে কর্মরত তিন শতাধিক শ্রমিকের হাতে তুলে দেওয়া হলো করোনা অতিমারি মোকাবেলার প্রচারপত্র ও মাস্ক। – এই কর্মসূচীতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিআইটিইউ নেতা অধ্যাপক প্রতীপ মুখার্জী ও বাঁকুড়া জেলা মুটিয়া মজদুর ইউনিয়নের সম্পাদক তপন দাস। – তাঁরা পশ্চিমবঙ্গ বিঞ্জান মঞ্চের এই উদ্যোগকে স্বাগত জানান এবং তাঁদের দেওয়া পরামর্শগুলি মেনে চলার জন্যে উপস্থিত সকলকেই অনুরোধ জানান।কুন্ডু কোল্ড স্টোরেজের মুটিয়া শ্রমিকরা একজোট হয়ে জানান আগামী কাল থেকে তাঁরা সকলেই মাস্ক পরেই ও অন্যান্য স্বাস্থ্য বিধি মেনেই হিমঘরে আসবেন ।