রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

নামখানা ব্লকে সুন্দরবন পুলিশ জেলার উদ্যোগে দুস্থদের বস্ত্র বিতরণ

News Sundarban.com :
অক্টোবর ৮, ২০২৩
news-image

ঝোটন রয়, নামখানা: সুন্দরবন পুলিশ জেলার উদ্যোগে নামখানা থানার ব্যবস্থাপনায় সাড়ে সাত মাইলের অমৃতা গেস্ট হাউসে দুস্ত গরীব মানুষদেরকে বস্ত্র বিতরণ করা হল। বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাগরের এসডিপিও দীপাঞ্জন চ্যাটার্জি, দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের সহকারী সভাধিপতি শ্রীমন্ত কুমার মালি। দক্ষিণ ২৪ পরগনার জেলা পরিষদের সদস্য অখিলেষ বারুই। নামখানা থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিভাস সরকার, ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার ভারপ্রাপ্ত আধিকারিক ঋদ্ধি সরকার, এসআই বাবলু বৈদ্য সহ রাজ্য পুলিশের ব্যাচ নাম্বার ১৬৫/১৯৯৩ গ্রুপের সদস্যরা।

এই প্রসঙ্গে শ্রীমন্ত কুমার মালি বলেন, সুন্দরবন পুলিশ জেলার এমনই উদ্যোগকে আমি ধন্যবাদ জানাই। নামখানা থানার পুলিশ আজ সাধারণ ও দুস্থ মানুষের কাছে পৌছে গেছে। পুলিশকে ভয় পাবে তারাই যারা সমাজের দোষী অপরাধীরা।

এই প্রসঙ্গে তৃতীয় শ্রেণীর ছাত্র বিকাশ দেবনাথ জানায়, আজ খুব ভালো লাগছে পুলিশ কাকুদের কাছ থেকে আমি জামা পেয়েছি।

এই অনুষ্ঠানে মোট ১৩৫ জন দুঃস্থ মানুষদের বস্ত্র দান করা হয়।