রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

পুলিসের সদর দফতর ভবানী ভবনে ‘কাঁচা বাদাম’ গান শ্রষ্ঠা ভুবন বাদ্যকর

News Sundarban.com :
ফেব্রুয়ারি ১১, ২০২২
news-image

রাজ্যের গণ্ডি পেরিয়ে ইতিমধ্য়ে দেশ তথা বিদেশে ছড়িয়ে পড়েছে তাঁর গান। নেটিজেনদের দৌলতে ভাইরাল ‘কাঁচা বাদাম’ গান।

বর্তমানে সোশ্যাল মিডিয়া সেনসেশন হয়ে উঠেছেন তিনি। এহেন বীরভূমের ভুবন বাদ্যকর এবার সোজা পৌঁছে গেলেন রাজ্য পুলিসের সদর দফতর ভবানী ভবনে বৃহস্পতিবার ভবানী ভবনে যান ‘কাঁচা বাদাম’  গান শ্রষ্ঠা। বীরভূমের ডিএসপি পদমর্যাদার একজন অফিসার তাঁকে রাজ্য পুলিসের সদর দফতরে নিয়ে যান।

সেখানে রাজ্য পুলিসের ডিজি মনোজ মালব্য এবং এডিজি সিআইডি জ্ঞানবন্ত সিংয়ের সঙ্গে দেখা করেন তিনি। শাল, পুষ্পস্তবক এবং উপহার দিয়ে ভুবন বাদ্যকরকে সম্মান জানান রাজ্য পুলিসের উচ্চ পদস্থ অফিসাররা। বীরভূমের অত্যন্ত নিম্নবিত্ত পরিবার থেকে উঠে এসেছেন ভুবন বাদ্যকর ।

ঘুরে ঘুরে কাঁচা বাদাম বিক্রি করেই সংসার চালাতেন তিনি।

একদিন তাঁর ‘কাঁচা বাদাম’  গানই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। রাজ্য, দেশের সীমানা পেরিয়ে সেটা বর্তমানে বিদেশে ছড়িয়ে পড়েছে।

ইনস্টাগ্রাম, ফেসবুকে-সহ অন্য়ান্য সোশ্য়াল মিডিয়ায় সেলেবরা এখন তাঁর গানেই নাচছেন। রিলস ভিডিও-র দৌলতে ইন্টারনেট সেনসেশন হয়ে উঠেছেন ভুবন বাদ্যকর । -zee24