রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বড়দিনে কমবে শীত, বাড়বে তাপমাত্রার পারদ

News Sundarban.com :
ডিসেম্বর ২০, ২০২৩
news-image

বড়দিনে কমবে শীত, বাড়বে তাপমাত্রার পারদ। সঙ্গে থাকবে মেঘলা আকাশ। বছর শেষের উৎসবের শুরুতেই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। তাপমাত্রা বাড়বে ২-৩ ডিগ্রি পর্যন্ত, পূর্বাভাস আবহাওয়া দফতরের। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ১৭ ডিগ্রি সেলসিয়াস। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বঙ্গোপসাগরে তৈরি হবে ঘূর্ণাবর্ত। পুবালি হাওয়ার দাপট বাড়বে। কমবে উত্তর পশ্চিমের হাওয়ার প্রভাব। ফলে বাড়বে তাপমাত্রা।

তবে, ২২ ডিসেম্বরের আগে বিশেষ কোনও পরিবর্তন হবে না তাপমাত্রায়, বজায় থাকবে শীত। ২২ ডিসেম্বরের পর থেকে সর্বনিম্ন ও সর্বোচ্চ উভয় তাপমাত্রায় বাড়বে। শুক্রবার থেকে বাড়বে রাতের তাপমাত্রা, সঙ্গে থাকবে মেঘলা আকাশ। বুধবার সকালে অবশ্য ঠান্ডা বেশ ভালোই মালুম হয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। এদিন মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক।