শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বাংলাদেশে ৫.৬ তীব্রতার ভূমিকম্প, মৃদু কম্পন কলকাতা-সহ পশ্চিমবঙ্গের নানা জেলায়

News Sundarban.com :
ডিসেম্বর ২, ২০২৩
news-image

মাঝারি তীব্রতার ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশের একাধিক এলাকা। শনিবার সকালে ৫.৬ তীব্রতার ভূমিকম্প অনুভূত হয়েছে বাংলাদেশে। কম্পনের উৎসস্থল কুমিল্লা থেকে ৪৮ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। ন্যাশানাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, ভারতীয় সময় শনিবার সকাল ৯টা ৫ মিনিটে বাংলাদেশে ভূমিকম্প হয়। উৎসের গভীরতা ছিল মাটি থেকে ৫৫ কিলোমিটার নীচে।

ভূমিকম্প অনুভূত হয়েছে কলকাতাতেও। এ ছাড়া, উত্তরবঙ্গের একাধিক জেলা, উত্তর ২৪ পরগনা, হাওড়া এবং হুগলিতেও শনিবার সকালে ভূমিকম্প টের পাওয়া গিয়েছে। ভূমিকম্প হয়েছে ত্রিপুরা, মিজোরামের বেশ কিছু এলাকায়। বাংলাদেশের রাজধানী ঢাকাতেও ভূমিকম্প টের পাওয়া গিয়েছে। ভূমিকম্পের সময় রাজধানীতে অনেকেই আতঙ্কে ঘর থেকে বেরিয়ে আসেন। সিলেট, কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর, রাজশাহী, রংপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া থেকেও ভূমিকম্পের খবর পাওয়া গিয়েছে। সামাজিক মাধ্যমে অনেকেই নিরাপদ আছেন জানিয়ে পোস্ট করেছেন।