বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

জরাজীর্ণ নামখানা ব্লকের পালের খেয়া পীচের রাস্তা

News Sundarban.com :
এপ্রিল ৪, ২০২০
news-image

নিজস্ব প্রতিনিধি, নামখানা: পালের খেয়া রাস্তাটি বেহাল অবস্থা। রাজনগর থেকে পালের খেয়া পর্যন্ত দেড় কিলোমিটার পীচের রাস্তা দিয়ে মারাত্মক ঝুঁকি নিয়ে দৈনন্দিন যানচলাচল  হচ্ছে। প্রাক্তন জেলা পরিষদের সদস্য অখিলেশ বারুই জানান, কয়েকদিন আগে উপস্বাস্থ্য কেন্দ্রে গিয়ে দেখলাম, এই রাস্তার অবস্থা খুবই জরাজীর্ণ যেখানে সেখানে পাথর বেরিয়ে গেছে। প্রশাসনিক স্তরে আমি জানিয়েছি, এই লকডাউন এর পরে এই রাস্তার কাজ শুরু হবে।

অন্যদিকে, শিবরাম পুর গ্রাম পঞ্চায়েত প্রধান জানান, এই রাস্তাটি সুন্দরবন  ডেভলপমেন্ট এর। আমি ওখানে বলেছি আগামী দিনে সংস্করণ হয়ে যাবে। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানিয়  বাসিন্দা জানান, এই রাস্তা দিয়ে প্রত্যেকদিন কয়েকশো মানুষ থেকে শুরু করে স্কুল পড়ুয়ারা যাতায়াত করে। খুব সাবধানে চলাচল করতে হয় । বেশ কয়েক বছর হয়ে গেল এই কঙ্কালসার রাস্তার কোনো সংস্করণ হয়নি।