সোমবার, ২২শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

দক্ষিণবঙ্গে তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস

News Sundarban.com :
নভেম্বর ২৯, ২০২৩
news-image

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে আগামী কয়েকদিন রাতের তাপমাত্রা বাড়তে পারে। আবহাওয়া দফতরের পূর্বাভাস সে দিকেই ইঙ্গিত দিচ্ছে।

দক্ষিণ আন্দামান সাগরে তৈরি হওয়া নিম্নচাপ শক্তি বাড়িয়ে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার কথা। ১ ডিসেম্বর সেটি আরও এগিয়ে এসে ঘূর্ণিঝড় ‘মিগজাউম’-এ পরিণত হতে পারে। তবে ঘূর্ণিঝড়ে পরিণত হলেও সেটি কোথায় আছড়ে পড়বে তা এখনও বোঝা যায়নি।

আবহাওয়ার এই পট পরিবর্তনের ফলে বুধবার থেকেই দক্ষিণবঙ্গের আকাশ আংশিক মেঘলা হয়ে উঠেছে। উপকূল সংলগ্ন জেলাগুলিতে বাড়বে রাতের তাপমাত্রাও।

কলকাতার তাপমাত্রাও থাকবে ২০ ডিগ্রি সেলসিয়াসের উপরে। ডিসেম্বরের শুরুতে হালকা বৃষ্টি হতে পারে পার্বত্য এলাকায়। তবে দক্ষিণবঙ্গে এখনই কোনও বৃষ্টির সম্ভাবনা নেই। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি।