শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

পেট্রোল-ডিজেলের দামবৃদ্ধির প্রতিবাদে ধর্মঘট ডাকলেন ট্রাকমালিকদের

News Sundarban.com :
জুলাই ৭, ২০১৮
news-image

পেট্রোপণ্যের দামবৃদ্ধির প্রতিবাদে ও ভাড়াবৃদ্ধির দাবিতে ১৮, ১৯ ও ২০ জুন কলকাতায় ট্যাক্সি ধর্মঠকের ডাক দিয়েছিল ট্যাক্সি সংগঠনগুলি ৷ পেট্রোপণ্যের দামবৃদ্ধির জেরে মধ্যবিত্তের ভাঁড়ারেও পড়ছে টান ৷ সবজি, মাছ, মাংস, ফলে হাত ঠেকানো যাচ্ছে না ৷ তড়তড়িয়ে বেড়েছে আলুর দামও। অগ্নিমূল্য জ্বালানির জেরে পুড়ছে বাজার ৷ পেট্রোল-ডিজেলের দামবৃদ্ধির প্রতিবাদে অনির্দিষ্টকালীন ধর্মঘট ডাকলেন ট্রাকমালিকরা। সূত্রের খবর, ২০ জুলাই থেকে অনির্দিষ্টকালীন ধর্মঘট শুরু হবে। টোলট্যাক্স বৃদ্ধির প্রতিবাদও করছেন তাঁরা। ধর্মঘটের ডাক দিয়েছে ট্রাকমালিকদের কেন্দ্রীয় সংগঠন। তবে, ধর্মঘটে সামিল হচ্ছেন না রাজ্যের ট্রাকমালিকরা।