শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ছট পুজো উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

News Sundarban.com :
নভেম্বর ১৮, ২০২৩
news-image

শনিবার ছট পুজো উপলক্ষ্যেদেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতি তার শুভেচ্ছা বার্তায় লিখেছেন, “ছট পুজো উপলক্ষ্যে, আমি আমার সকল দেশবাসীকে আমার আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানাই।”

তিনি জানান, ছট পুজো হল সূর্য দেবতার উপাসনার জন্য উৎসর্গীকৃত একটি উৎসব। এটি নদী, পুকুর এবং জলের অন্যান্য উৎসের প্রতি শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা প্রকাশ করার একটি উপলক্ষ্যও। প্রকৃতি সম্পর্কিত এই উৎসব আধ্যাত্মিক চেতনা জাগ্রত করে এবং পরিবেশ রক্ষায় কাজ করতে অনুপ্রাণিত করে। ছট পুজো আমাদের চারপাশকে পরিচ্ছন্ন রাখতে এবং আমাদের দৈনন্দিন জীবনে শৃঙ্খলা মেনে চলার কথা স্মরণ করিয়ে দেয়।

রাষ্ট্রপতি তাঁর বার্তায় লিখেছেন, “আসুন আমরা আমাদের জলসম্পদ এবং পরিবেশকে দূষণমুক্ত করে প্রকৃতি মাতাকে সম্মান করার অঙ্গীকার করি। এই শুভ উৎসব উপলক্ষ্যে আমি সকল নাগরিকের সুখ ও সমৃদ্ধি কামনা করছি।”