শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

১০০ একর জায়গার উপর তৈরি করা হবে গ্রিন সিটি

News Sundarban.com :
ডিসেম্বর ১০, ২০১৯
news-image

 এবার শহর কলকাতার মধ‍্যেই তৈরি হবে আরও একটি শহর। পুর ও নগরোন্নয়ন দফতর সূত্রে খবর, ১০০ একর জায়গার উপর তৈরি করা হবে গ্রিন সিটি।

আলিপুর জেল ইতিমধ্যেই বারুইপুরে স্থানান্তরিত করা হয়েছে। আলিপুর জেলের ঠিক পাশেই থাকা প্রেসিডেন্সি জেলও স্থানান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে। এই দুই জেলের মিলিত জমির পরিমাণ প্রায় ১০০ একরের বেশি। এখন জেলের ৩০ শতাংশ জমি হেরিটেজ অংশ।

নবান্ন সূত্রে খবর, হেরিটেজ অংশে হবে মিউজিয়াম। অনেকটা আন্দামানের সেলুলার জেলের ধাঁচে তৈরি হবে এই মিউজিয়াম। সেই হেরিটেজ অংশকে আলাদা করে বাঁচিয়ে রেখে বাকি অংশে হবে গ্রিন সিটি। জানা গিয়েছে, গ্ৰিন সিটি তৈরির ব্যাপারে বিস্তারিত প্রজেক্ট রিপোর্ট তৈরির জন্য পরামর্শদাতা নিয়োগ করছে পুর ও নগরোন্নয়ন দফতর।

দফতর সূত্রে খবর, পরামর্শদাতার পরামর্শ পাওয়ার পর তা মুখ‍্যমন্ত্রীর অনুমোদনের জন্য নবান্নে পাঠানো হবে। মুখ্যমন্ত্রীর অনুমোদন পেলেই দক্ষিণ কলকাতায় নতুন গ্রিন সিটি তৈরির কাজে হাত দেবে পুর ও নগরোন্নয়ন দফতর।