শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

দিল্লি এবং আশেপাশের এলাকায় দূষণের মাত্রাও ‘গুরুতর’ বিভাগে রেকর্ড করা হয়েছে

News Sundarban.com :
নভেম্বর ৯, ২০২৩
news-image

বৃহস্পতিবারও দূষণের আঁধারে দিল্লি । সাতসকালেও ধোঁয়াশায় ঢাকা রাজধানীর আকাশ । বৃহস্পতিবার দিল্লি এবং এর আশেপাশের এলাকায় দূষণের মাত্রাও ‘গুরুতর’ বিভাগে রেকর্ড করা হয়েছে। গত কয়েকদিন ধরে দূষণের ভয়াবহ হুমকির মুখে রয়েছে দেশের রাজধানী। যানবাহনের ধোঁয়ায় মানুষের শ্বাস নিতে কষ্ট হচ্ছে।

কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ দফতরের মতে, দিল্লির গড় বায়ু মানের সূচক সকালে প্রায় ৪২৬ রেকর্ড করা হয়েছিল। যেখানে বুধবার গড় বায়ু মানের সূচক রেকর্ড করা হয়েছে ৪২৬ এবং মঙ্গলবার এটি ৩৯৫ এ রেকর্ড করা হয়েছিল।

সিপিসিবি-এর মতে, দিল্লির আনন্দ বিহারে একিউআই ৪৩২, আরকেপুরমে ৪৫৩, পাঞ্জাবি বাগে ৪৪৪ , আইটিও ৪৪১, এএসআইটি দ্বারকায় ৪২৫, দ্বারকা সেক্টর ৮-এ ৪৬২, নাজাফগড়ে ৪৫১, আইজিআই বিমানবন্দরে ৪৪৫, মুন্ডকাতে ৪২৫ পুসাতে ৪২৮ রেকর্ড করা হয়েছে। লোধি রোডে একিউআই ৩৮৭ রেকর্ড করা হয়েছে।প্রসঙ্গত, দিল্লিতে দূষণ রোধ করতে বিভাগ-চার বিধিনিষেধ কার্যকর রয়েছে। আজ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত বন্ধ থাকবে সমস্ত স্কুল ।