শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

নেপালে ১০ হাজার ঘরবাড়ি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত, ৬৭ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত

News Sundarban.com :
নভেম্বর ৮, ২০২৩

গত শুক্রবার মধ্যরাতে নেপালে ভূমিকম্পের জেরে যে ক্ষয়ক্ষতি হয়েছে তার সম্পূর্ণ বিবরণ প্রকাশ করেছে সরকার । এতে প্রায় ১০ হাজার ঘরবাড়ি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ৬৭ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

৩ নভেম্বর রাতে স্থানীয় সময় রাত ১১টা ৪৭ মিনিটেরিখটার স্কেলে ৬.৪ মাত্রায় হওয়া ভূমিকম্পে ১০ হাজার ঘরবাড়ি সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়। জাজারকোটে জেলা প্রশাসনের কার্যালয় সূত্রে জানা গেছে, ভেরী পৌরসভা এলাকায় ২,৫৪০টি বাড়ি, নালগড় পৌরসভায় ২,৩১৫ টি বাড়ি, চেদাগড় পৌরসভায় ১,৯৪৫ টি বাড়ি, বেরেকোট গ্রাম পৌরসভায় ১,৪৩৫ টি, কুশ পৌরসভায় ১,৮৪৩টি, জুনিচাঁদ গাওপালিকায় ৬৩৪ টি ও শিবালয় গাঁওপালিকায় ৪৮ টি বাড়ি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

জাজারকোট জেলা প্রশাসন জানিয়েছে, ভূমিকম্পের কারণে ‍৬৭ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে জাজারকোটে। জাজারকোট জেলা প্রশাসন জানিয়েছে, জেলায় ভূমিকম্পে প্রায় ১ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রশাসন আরও জানিয়েছে, ভূমিকম্পে প্রায় ২৪ হাজার ঘরবাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। ভূমিকম্পে জাজারকোটে নিহত ১০১ জনের মধ্যে ৫৩ জন শিশু।