শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

একসপ্তাহে পেঁয়াজের দাম উর্দ্ধমুখী, বিকোচ্ছো ৬০-৬৫ টাকা কেজি দরে

News Sundarban.com :
অক্টোবর ৩১, ২০২৩
news-image

পুরোনো আদার দাম এখনও গগনচুম্বী। কাঁচালঙ্কার দাম কিছুটা কমলেও এবার বাজারে ঝাঁজ বাড়ছে পেঁয়াজের। গত একসপ্তাহে পেঁয়াজের দাম উর্দ্ধমুখী। দীপাবলির আগে হাফ সেঞ্চুরী টপকে এবার সেঞ্চুরীর পথে পেঁয়াজ। আর তাতেই মাথায় হাত পড়েছে মধ্যবিত্ত গৃহিনীদের।

প্রসঙ্গত, গত পঞ্চায়েত নির্বাচনের আগে আদা, টমেটো, কাঁচালঙ্কার দামে কার্যত নাভিশ্বাস দশা হয়ে পড়েছিল আম জনতার। মাস দুয়েক পর টমেটো, কাঁচালঙ্কার দাম তুলনামুলকভাবে কিছুটা কমলেও, বাজারে ঝাঁজ বাড়ছে পেঁয়াজের। অন্ডাল, দুর্গাপুর সেন মার্কেট, বেনাচিতি, পানাগড়, বুদবুদের বাজারে খুচরো পেঁয়াজ বিকোচ্ছো ৬০-৬৫ টাকা কেজি দরে। সপ্তাহখানেক আগে ওই পেঁয়াজের দাম ছিল ৩০-৩৫ টাকা কেজি। আচমকা একসপ্তাহে একলাফে কেজি দ্বিগুণ দাম বেড়ে যাওয়ায়, কাঁচালঙ্কার মূল্যবৃদ্ধির ছায়া দেখছে সাধারন মানুষ।

অক্টোবরের শেষে যদি ৬৫ র কোঠায় পেঁয়াজের দাম হয়, তাহলে হয়তো দীপাবলির আগে সেঞ্চুরি টপকে যাবে। মূল্যবৃদ্ধির বাজারে দাম আদৌ কমবে কি না, সে নিয়ে সন্দিহান রয়েছে মধ্যবিত্ত পরিবারগুলি। মাত্র কয়েকমাস আগেই টম্যাটোর দাম হঠাৎ করেই বাড়তে শুরু করেছিল। সাধারণ মানুষের রান্নাঘরের খরচ বৃদ্ধি তো বটেই, টম্যাটোর সেই দাম বৃদ্ধি প্রভাবিত করেছিল দেশের মুদ্রাস্ফীতিকেও। আলু এবং টম্যাটোর মতো পেঁয়াজও এমন একটা জিনিস যা প্রতিদিন রান্নাঘরে ব্যবহৃত হয়। পেঁয়াজের দাম বেশি হওয়ায় রান্নাঘরের বাজেটেও সমস্যা তৈরী হয়েছে।