রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

প্রথম হাইস্পিড র‍্যাপিডএক্স ট্রেন পেয়ে গেল ভারত

News Sundarban.com :
অক্টোবর ২০, ২০২৩
news-image

প্রথম হাইস্পিড র‍্যাপিডএক্স ট্রেন পেয়ে গেল ভারত। শুক্রবার ভারতের প্রথম হাইস্পিড র‍্যাপিডএক্স ট্রেন ‘নমো ভারত’ দেশকে উৎসর্গ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মাত্র ১২ মিনিটে ১৭ কিলোমিটার অতিক্রম করবে এই ‘নমো ভারত’। এদিন দিল্লি-গাজিয়াবাদ-মেরঠ আরআরটিএস করিডোরের ১৭ কিলোমিটার দীর্ঘ প্রথম অংশ উদ্বোধন করা হয়েছে। একই সঙ্গে ২১ অক্টোবর থেকে সাধারণ মানুষের জন্য চালু হবে এই ট্রেন।

সাহিবাদাবাদ এবং দুহাই ডিপোর মধ্যে অগ্রাধিকার বিভাগে পাঁচটি স্টেশন রয়েছে – সাহিবাবাদ, গাজিয়াবাদ, গুলধর, দুহাই এবং দুহাই ডিপো। এদিন উত্তর প্রদেশের গাজিয়াবাদের সাহিবাবাদে দিল্লি-গাজিয়াবাদ-মেরঠ আরআরটিএস করিডোর উদ্বোধন করার সময় প্রধানমন্ত্রী মোদীই প্রথম টিকিট কিনেছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর প্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ,. কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী প্রমুখ। প্রধানমন্ত্রী মোদী এদিন দিল্লি-মেরঠ আঞ্চলিক র‌্যাপিড ট্রানজিট সিস্টেমের প্রথম পর্যায়েরও সূচনা করেছেন। র‍্যাপিডএক্স ট্রেন ‘নমো ভারত’-এ সফরের সময় এদিন পড়ুয়াদের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী মোদী।