বুধবার, ১৭ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

এবার ভোটার কার্ডের সঙ্গে আধার লিঙ্ক আবশ্যিকঃ নির্বাচন কমিশন

News Sundarban.com :
মার্চ ১১, ২০১৮
news-image

সুপ্রিমকোর্টে একটি রিভাইজড পিটিশন দায়ের করে নির্বাচন কমিশন জানিয়েছে, তারা চায় এবার ভোটার কার্ডের সঙ্গে লিঙ্ক আবশ্যিক করা হোক আধারকে। দেশের প্রতিটি নাগরিক এবার থেকে ভোটার কার্ডের সঙ্গে তাঁদের আধার কার্ডকে লিঙ্ক করতে বাধ্য থাকবেন।

নির্বাচন কমিশনের দাবি, আধারের সঙ্গে ভোটার কার্ড লিঙ্ক করার ফলে জাল ভোটারের সংখ্যা কমবে। ফলে ভোট রাজনীতিতে ভুয়ো ভোটার নিশ্চিহ্ন করা যাবে। যার ফলে এক স্বচ্ছ গণতান্ত্রিক ব্যবস্থা নেওয়া সম্ভব হবে। এর আগে , নির্বাচন কমিশন জানিয়েছিল আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ডের লিঙ্ক করার বিষয়টি নাগরিকের ইচ্ছাধীন । তবে এবার গোটা প্রক্রিয়াতে জোর দিয়ে , তারা চাইছে এই লিঙ্ক করার বিষয়টিকে ‘আবশ্যিক’ বলে ঘোষণা করতে।

এতদিন পর্যন্ত ৩২ কোটি আধার নম্বরের সঙ্গে ভোটার নম্বর সংযুক্ত হয়েছে। নির্বাচন কমিশনের দাবি, বাকি ৫৪.৫ কোটি আধার নম্বরও যুক্ত হবে ।সুপ্রিমকোর্টের নির্দেশ এই মর্মের সপক্ষে জানা গিয়েছে , ৩ মাসের মধ্যেই আধার লিঙ্ক করার প্রক্রিয়া শেষ হবে।