শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

গাজায় ত্রাণবাহী ট্রাক যাওয়ার অনুমতি দিতে রাফাহ ক্রসিং খুলতে সম্মত হয়েছে মিশর

News Sundarban.com :
অক্টোবর ১৯, ২০২৩
news-image

গাজায় মানবিক সহায়তা পৌঁছে দেওয়া-সহ নানা বিষয়ে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির সঙ্গে কথা বলেছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। মিশরের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলার পর জো বাইডেন বলেছেন, গাজায় ত্রাণবাহী ট্রাক যাওয়ার অনুমতি দিতে রাফাহ ক্রসিং খুলতে সম্মত হয়েছে মিশর। এয়ার ফোর্স ওয়ান বিমানেরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, “মিশরের রাষ্ট্রপতি আবদেল ফাত্তাহ এল-সিসি রাফাহ সীমান্ত ক্রসিং খুলতে সম্মত হয়েছেন, যাতে মানবিক সহায়তা বহনকারী প্রায় ২০টি ট্রাক গাজা প্রবেশের অনুমতি পায়।”

আমেরিকার প্রেসিডেন্ট বাইডেন আরও বলেছেন, তিনি (মিশরীয় রাষ্ট্রপতি আবদেল ফাত্তাহ এল-সিসি) সম্মত হয়েছেন, যে তিনি ২০টি ট্রাক পর্যন্ত প্রবেশের জন্য গেট খুলবেন, তাঁরা আশা করছে প্রায় ৮ ঘন্টা সময় লাগবে, সম্ভবত শুক্রবার পর্যন্ত।..কিন্তু বিষয় হল, যে হামাস যদি তা বাজেয়াপ্ত করে অথবা যেতে না দেয় তাহলে এটি শেষ হয়ে যাবে, কারণ আমরা হামাসকে কোনও মানবিক সাহায্য পাঠাতে যাচ্ছি না।