শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

প্রথমবার সেমিতে লাইপজিগ

News Sundarban.com :
আগস্ট ১৪, ২০২০
news-image

বার্সেলোনা কিংবা বায়ার্নকে ফাইনালে যেতে হলে দিতে হবে কঠিন পরীক্ষা। শেষ আটে মুখোমুখি লড়াই পার করে খেলতে হবে ম্যানসিটি-লিঁওর বিপক্ষে। রিয়াল মাদ্রিদ-জুভেন্টাস টিকে থাকলে লড়াইটা আরও কঠিন হতে পারতো। সেই তুলনায় ‘সহজ’ গ্রুপে পড়ায় চ্যাম্পিয়নস লিগের ফাইনালের ‘ফেবারি’ট ধরা হয়েছিল ডিয়াগো সিমিওনের অ্যাথলেটিকো মাদ্রিদকে।

কিন্তু লিসবনে বৃহস্পতিবার রাতের ম্যাচের জার্মান ক্লাব আরবি লাইপজিগের বিপক্ষে শেষ আটের লড়াইয়ে ২-১ গোলে হেরেছে স্প্যানিশ ক্লাব অ্যাথলেটিকো মাদ্রিদ। ফেবারিট তকমা পাওয়া দলটি বিদায় নিয়েছে কোয়ার্টার ফাইনাল থেকে। রূপ কথা লিখে ক্লাব ইতিহাসে প্রথমবার চ্যাম্পিয়নস লিগের শেষ চারে উঠেছে লাইপগিজ।

এখন তাদের সামনে কেবল পিএসজি! প্যারিসের দলটির বিপক্ষে আর একটি ‘অঘটন’ ঘটাতে পারলেই ইউরোপ সেরার লড়াইয়ের ফাইনালে উঠে যাবে লাইপজিগ। অ্যাথলেটিকোর বিপক্ষে এক লেগের খেলায় ম্যাচের প্রথমার্ধে গোল শূন্য সমতা নিয়ে শেষ করে লাইপগিজ।