বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

যাত্রীসংখ্যার নিরিখে গত বছরের ষষ্ঠীর ভিড়কে ছাপিয়ে গেল তৃতীয়া

News Sundarban.com :
অক্টোবর ১৮, ২০২৩
news-image

উৎসবের মরশুমে কলকাতা মেট্রোয় ক্রমশ বাড়ছে ভিড়। এক কথায় যেন জনজোয়ার। মেট্রো কর্তৃপক্ষের হিসাব বলছে, যাত্রীসংখ্যার নিরিখে গত বছরের ষষ্ঠীর ভিড়কে ছাপিয়ে গেল তৃতীয়া। সব মিলিয়ে সাত লক্ষের সীমা পেরল যাত্রীসংখ্যা।

কলকাতা মেট্রো কর্তৃপক্ষের হিসাব বলছে, উত্তর-দক্ষিণ মেট্রোয় (ব্লু লাইন) যাত্রী সংখ্যা ৭ লক্ষ ৬ হাজার ৬৫৭জন। গত বছরের ষষ্ঠীতে সাত লক্ষেরও বেশি মানুষ যাতায়াত করেছিলেন। দমদম, এসপ্ল্যানেড, রবীন্দ্রসদন এবং কালীঘাটে সবচেয়ে বেশি মানুষ যাতায়াত করেছেন। দমদমে ওই দিন মোট যাত্রী সংখ্যা ৭৫ হাজার ৩৪০, এসপ্ল্যানেডে ৫৪ হাজার ৮২১, রবীন্দ্রসদন ৪৪ হাজার ৫৪৫ এবং কালীঘাটে ৪৩ হাজার ৮৭১ জন যাত্রী ভিড় জমিয়েছিলেন।

দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত পঞ্চমী এবং ষষ্ঠীতে ২৮৮টি মেট্রো চলবে। সপ্তমী, অষ্টমী এবং নবমীতে চলবে ২৪৮টি মেট্রো। দশমীতে ১৩২টি মেট্রো চলবে। একাদশী থেকে ত্রয়োদশী পর্যন্ত ২৩৪টি মেট্রো চলাচল করবে। তবে প্রতিবারের মতো এবার রাতভর ৫-৬ মিনিট অন্তর পাওয়া যাবে মেট্রো পরিষেবা।