শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

মাথায় বাক্স পরে ছাত্র-ছাত্রীদের পরীক্ষা দেওয়ার ছবি ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়

News Sundarban.com :
অক্টোবর ২০, ২০১৯
news-image

স্রেফ দুখানা ফুটো করে রাখা হয়েছে বাক্সে। সেখান দিয়ে দেখা যাবে। চোখ থাকবে নিজের খাতার দিকে। শত চেষ্টা করেও ছাত্র-ছাত্রীরা ঘাড় ঘুরিয়ে পাশের জনের খাতায় নজর ফেলতে পারবে না। কর্নাটকের একটি কলেজ এবার টুকলি রুখতে এমনই এক অভিনব পন্থা নিল। প্রতিটি ছাত্র-ছাত্রীর মাথায় পরিয়ে দেওয়া হল একটি করে কাগজের বাক্স। পরীক্ষা চলাকালীনই হাসির রোল উঠল ছাত্র-ছাত্রীদের মধ্যে। কিন্তু কলেজ কর্তৃপক্ষের নির্দেশ। তাই কেউ উপেক্ষা করতে পারলেন না। প্রতিটি ছাত্র-ছাত্রীকে মাথায় কাগজের বাক্স নিয়েই পরীক্ষা দিতে হল। তবে মাথায় বাক্স পরে ছাত্র-ছাত্রীদের পরীক্ষা দেওয়ার ছবি ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়। ব্যস তার পর থেকেই সেই ছবি ভাইরাল। জানা গিয়েছে, ওই কলেজের ছাত্র-ছাত্রীদের মধ্য টুকলির প্রবণতা নিয়ে চিন্তিত ছিল কলেজ কর্তৃপক্ষ। হাজার চেষ্টা করেও তারা নকল করার প্রবণতা রুখতে পারছিলেন না। তাই এবার কার্যত বাধ্য হয়েই এমন আজব পদ্ধতি বেছে নিয়েছে কলেজ কর্তৃপক্ষ।

কর্নাটকের ভাগথ পিইউ কলেজে প্রথম বর্ষের রসায়নের পরীক্ষা ছিল। ছাত্র-ছাত্রীরা পরীক্ষার হলে এসে জানতে পারেন, তাঁদের এবার মাথায় কাগজের বাক্স পরে পরীক্ষা দিতে হবে। যা শুনে প্রথমে চমকে উঠেছিলেন ছাত্র-ছাত্রীরা।  চোখের কাছে দুটি ফুটো করে দেওয়া হয়েছিল প্রতিটি বাক্সে। ছাত্র-ছাত্রীরাও কলেজের নির্দেশ মেনে নেয়। তবে এমন ঘটনা এদেশে এর আগে কোথাও কখনও শোনা যায়নি। এর আগে মেক্সিকোর একটি স্কুলে এমন আজব প্রথা চালু করেছিলেন কর্তৃপক্ষ। কর্নাটকের কলেজ কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তকে অনেকেই অমানবিক আখ্যা দিয়েছেন। দীর্ঘ সময় মাথায় কাগজের বাক্স পরে ছাত্র-ছাত্রীদের পরীক্ষা দিতে হয়েছে। যা কি না শাস্তির মতো ব্যাপার।