সোমবার, ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

গ্রামীণ মহিলাদের আর্থ-সামাজিক উন্নয়নে এগিয়ে এলো এলআইসি

News Sundarban.com :
অক্টোবর ১৮, ২০২৩
news-image

নিজস্ব প্রতিনিধি, পাথরপ্রতিমা: ‘সুজলম’ প্রকল্পে সুন্দরবনের প্রত্যন্ত এলাকার গ্রামীণ মহিলাদের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে এলআইসি এইচএফএল। সাউথ সুন্দরবন জনকল্যাণ সংঘের পরিচালনায় দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথরপ্রতিমা ব্লকের গোপালনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় ৮ টি পুকুর সংস্কার করে সেখানে মৎস্য চাষ শুরু হয়েছে। আবার সেই পুকুরে হাঁস চাষ করা হচ্ছে। সেই পুকুরের জল কৃষি কার্যে ব্যবহার করা হচ্ছে।

পুকুরের পাড়ে বসানো হয়েছে বিভিন্ন ধরনের ফলের গাছ। আর সেই সমস্ত কাজ করছে এলাকার স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। প্রতিটি পুকুর তদারকি করছেন ৩টি করে গ্রুপ। প্রতিটি গ্রুপে ১০ থেকে ১২ জন করে মহিলা কাজ করছে। মূলত গ্রামীণ মহিলাদের আর্থসামাজিক উন্নয়ন করার পাশাপাশি নোনা হাত থেকে চাষবাস বাঁচাতে ও এলাকায় মিষ্টি জলের অভাব ঘোচাতে এই উদ্যোগ বলে জানা গিয়েছে।

এছাড়া ওই গ্রাম পঞ্চায়েত এলাকায় ৬টি প্রাথমিক বিদ্যালয়ে বৃষ্টির জল ধরে একটা জায়গায় সংরক্ষণ করার কাজ শুরু করেছে বলে জানা গিয়েছে।