শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বৃষ্টিতে জলবন্দি কয়েক হাজার মানুষ

News Sundarban.com :
সেপ্টেম্বর ১২, ২০১৮
news-image

ফের বৃষ্টি শুরু হল ভুটান পাহাড় ও ডুয়ার্সে ৷ বৃষ্টির ভয়ে এখন আতঙ্কিত এলাকাবাসী ৷ গতকাল সন্ধে থেকে বন্ধ ছিল বৃষ্টি ৷ তার জেরে বানারহাটে জলমগ্ন পরিস্থিতির কিছুটা উন্নতি হয় ৷ জল নেমেছে বানারহাট হাসপাতাল, থানা থেকেও ৷ বিন্নাগুড়িতেও জলস্তর নেমেছে ৷ রেললাইনে আর জল জমে নেই ৷ কিন্তু সকালের বৃষ্টিতে ফের জলমগ্ন হওয়ার আশঙ্কা স্থানীয়দের মধ্যে৷ জলস্তর বেড়েছে জয়ন্তী নদীতে ৷ গতরাত থেকে জল ঢুকছে আলিপুরদুয়ারে ৷এরমধ্যেই আবার আগামী ৪৮ ঘণ্টা উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ৷
ভুটান পাহাড় ও ডুয়ার্সে টানা বৃষ্টির জেরে জলবন্দি প্রায় ১০ হাজার মানুষ ৷ জলমগ্ন বানারহাট হাসপাতাল, চরম দুর্ভোগে পড়েছেন রোগী ও আত্মীয়রা ৷ জলমগ্ন কোয়ার্টার ছেড়ে যাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা ৷ হাসপাতাল চত্বরে এক কোমর জল পেরিয়ে যাতায়াত করতে হচ্ছে সকলকেই ৷ ধূপগুড়িতে উদ্ধারকাজে নেমেছে বিপর্যয় মোকাবিলা দল ৷ বিভিন্ন এলাকায় বাড়িতেও জল ঢুকেছে ৷ জলমগ্ন বারোহালিয়া, চড়চড়াবাড়ি, গাদং ৷ জলের তলায় চলে গিয়েছে ৫ হাজার বিঘা চাষের জমি ৷