শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ইজরায়েল থেকে ২৩৫ ভারতীয়কে নিয়ে দিল্লি পৌঁছল নিয়ে ভারতের দ্বিতীয় বিমান

News Sundarban.com :
অক্টোবর ১৪, ২০২৩
news-image

কেন্দ্রীয় সরকারের অপারেশন অজয়ের অধীনে, উত্তেজনা-কবলিত ইজরায়েল থেকে ২৩৫ জন ভারতীয় নাগরিককে নিয়ে দ্বিতীয় বিমানটি শনিবার সকালে নয়াদিল্লি পৌঁছেছে। বিমানবন্দরে সবাইকে স্বাগত জানান বিদেশ প্রতিমন্ত্রী রাজকুমার রঞ্জন সিং। ইজরায়েলে হামাসের হামলার পর পরিস্থিতি ক্রমশ গুরুতর হয়ে উঠছে। চলতি মাসের ৭ তারিখ থেকে উভয় পক্ষের লড়াই চলছে।

ভারত ইজরায়েলে আটকে পড়া ভারতীয়দের নিরাপদে দেশে প্রত্যাবর্তনের জন্য ‘অপারেশন অজয়’ শুরু করেছে। এই অভিযানের প্রথম ধাপে শুক্রবার সকালে যাত্রীদের প্রথম দল ভারতে পৌঁছেছে। শুক্রবার রাত ১১:০২ টায়, ভারতীয়দের বহনকারী দ্বিতীয় বিমানটি ইজরায়েলের রাজধানী তেল আবিব থেকে যাত্রা করে। ২৩৫ জনের এই দলে দুই শিশুও রয়েছে। আজ সকালে এই বিমানটি নয়াদিল্লি পৌঁছেছে।