শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ক্যানিংয়ে অনুষ্ঠিত হল আদিবাসী সম্প্রদায়ের করম পুজো

News Sundarban.com :
সেপ্টেম্বর ২৬, ২০২৩
news-image

বিশ্লেষণ মজুমদার, ক্যানিং – এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যদিয়ে সোমবার রাতে অনুষ্ঠিত হল আদিবাসী সম্প্রদায়ের পবিত্র করম পুজো।এদিন রাতে ক্যানিংয়ের বন্ধুমহল অডিটোরিয়াম হলে অনুষ্ঠিত হয় এই করম পুজো। পুজোর পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে দক্ষিণ ২৪ পরগনা জেলার বিভিন্ন প্রান্তের আদিবাসী সম্প্রদায়ের মানুষজন উপস্থিত ছিলেন। এছাড়াও নবমতম বর্ষের এই করম পুজোয় উপস্থিত ছিলেন অখিল ভারতীয় আদিবাসী বিকাশ পরিষদের দক্ষিণ ২৪ পরগনা জেলা সম্পাদক বাসুদেব সরদার,করম পুজো কমিটির সভাপতি বিষ্ণুপদ সরদার,সম্পাদক কালিপদ সরদার,বকুল সরদার রবীন্দ্র নাথ সরদার সহ বিশিষ্টরা।

বাসুদেব সরদার জানিয়েছেন, আমরা প্রকৃতির পুজারী। যার ফলে আমরা করম গাছ কে দেবতা রুপে পুজো করে থাকি।