বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

উৎসবের মওসুমে একগুচ্ছ ট্রেন উপহার পূর্ব রেলওয়ে

News Sundarban.com :
ফেব্রুয়ারি ১০, ২০১৮
news-image

উৎসবের মওসুমে আগামী দোল ও হোলি উপলক্ষে রেল যাত্রীদের জন্য ভারতীয় রেল বিশেষ ট্রেন চালু করেতে চলেছে।
দিতে ৫৪ জোড়া হোলি স্পেশাল ট্রেন চালাবে পূর্ব রেল৷ উৎসবের গুলিতে ট্রেনে অতিরিক্ত যাত্রী ভিড় সামাল। তার মধ্যে ৪৫ জোড়া ট্রেনই চালানো হবে ভাগলপুর-সাহারসা রুটে৷ বাকি ট্রেনগুলি চালানো হবে হাওড়া-মুজফ্ফরপুর ও হাওড়া-রামনগর রুটে৷ আগামী ৪ মার্চ থেকে ১ এপ্রিলের মধ্যে প্রতি রবিবার, মুজফ্ফরপুরগামী ট্রেনগুলি হাওড়া থেকে ছাড়বে৷ রামনগরগামী ট্রেনগুলি ১৮ ফেব্রুয়ারি থেকে ১১ মার্চের মধ্যে প্রতি রবিবার হাওড়া থেকে ছাড়বে৷
এর আগেও যাত্রী ভিড় সামলাতে দক্ষিণ পূর্ব রেল ১৩ জোড়া অতিরিক্ত সাপ্তাহিক এসি সুপার ফাস্ট স্পেশাল ট্রেন চালনোর সিদ্ধান্ত নেয়৷ ট্রেনগুলি আগামী ১ ডিসেম্বর থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত সাঁতরাগাছি ও রাজকোটের মধ্যে যাতায়াত করে এই বিশেষ ট্রেন৷