বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরও কি মশার আঁতুড়ঘর? জানতে পরিদর্শনে গেলেন কলকাতা পুরসভার ডেপুটি মেয়র

News Sundarban.com :
সেপ্টেম্বর ২১, ২০২৩
news-image

যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরও কি মশার আঁতুড়ঘর? জানতে পরিদর্শনে গেলেন কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের সঙ্গে ডেপুটি মেয়রের উত্তপ্ত বাক্য বিনিময়ও হয়।

উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি। বাড়ছে আক্রান্তের সংখ্যা। গত কয়েকদিনে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যুর খবরও সামনে এসেছে। এবার এই পরিস্থিতিতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সরেজমিনে তদন্তে গেলেন কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ। ৯২ নম্বর ওয়ার্ডের অন্তর্গত যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে কোথায় জল জমে রয়েছে, সেখানে ডেঙ্গির জীবাণুবাহী মশার লার্ভা রয়েছে কি না, জানতে পরিদর্শনে যান এনটেমোলজিস্টরাও।

 

অতীনবাবু ডেঙ্গি সতর্কতায় কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা দেখেন। সূত্রের খবর, এদিন বিশ্ববিদ্যালয় চত্বরে গিয়ে রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসুর সঙ্গে বাদানুবাদেও জড়ান তিনি।