রবিবার, ২১শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ধূপগুড়িকে ‘মহকুমা’ করার প্রতিশ্রুতি দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

News Sundarban.com :
সেপ্টেম্বর ২, ২০২৩
news-image

ধূপগুড়ির নির্বাচনী প্রচারে গিয়ে সেখানকার মানুষের স্থানীয় চাহিদা মেনে ধূপগুড়িকে ‘মহকুমা’ করার প্রতিশ্রুতি দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে ধূপগুড়ির হাসপাতাল, বিরুপাক খাল সংস্কার-সহ একাধিক প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

শনিবার সভার শুরু থেকে ওই এলাকার মানুষের চাহিদা সম্বন্ধে জানতে চান অভিষেক। সভায় আগত তৃণমূল কর্মী, সমর্থকদের মধ্যে অনেকেই ধূপগুড়ি এলাকাকে আলাদা মহকুমা করার দাবি তোলেন। এই দাবিতে মান্যতা দেন অভিষেক। তিনি বলেন, আজকে সেপ্টেম্বর মাসের ২ তারিখ, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে ধূপগুড়ি আলাদা মহকুমা হবে আমি কথা দিয়ে গেলাম।

এদিনের সভায় পৌঁছনোর আগেই রাস্তায় গাড়ি থামিয়ে আমজনতার অভাব-অভিযোগ শোনেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দোমোহনি বাজার-সহ বেশ কিছু রাস্তা খারাপ অবস্থায় রয়েছে। তা নিয়ে অভিযোগ করে তারা। অভিযোগ শুনে দ্রুত রাস্তা সংস্কারের আশ্বাসও দেন অভিষেক।