শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

১৩০ টি চুরি যাওয়া মোবাইল উদ্ধার করলো সুন্দরবন জেলা পুলিশ

News Sundarban.com :
সেপ্টেম্বর ১৬, ২০২৩
news-image

নিজস্ব প্রতিনিধি,কাকদ্বীপ:  দীর্ঘ দিন ধরে ট্রাকিং করে ১৩০টি মোবাইল উদ্ধার করল সুন্দরবন পুলিশ জেলার এস ও জি এবং সাইবার ক্রাইমের পুলিশ টিম। শুক্রবার সুন্দরবন পুলিশ জেলার এস পি অফিস থেকে উদ্ধার হওয়া মোবাইল গুলি মালিকের হাতে তুলে দেওয়া হয়। এদিন পুলিশ সুপার কোটেশ্বর রাও উদ্ধার হওয়া মোবাইল গুলি মালিকের হাতে তুলে দেন। উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রবদন ঝাঁ, অতিরিক্ত পুলিশ সুপার সন্তোষ মন্ডল সহ পুলিশ আধিকারিকরা। পুলিশ সূত্রে জানা যায়, কোনো ব্যক্তির মোবাইল ২ বছর আগে আবার কোনো কোনো ব্যক্তির মোবাইল ৩ বছর আগে হারিয়ে গিয়েছিল কিংবা চুরি হয়ে গিয়েছিল। এরপর তাঁরা স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে শুরু হয় তদন্ত। পুলিশ সূত্রে আরও জানা যায়, অভিযোগ পাওয়ার পর মোবাইলের ই এম ই আই নম্বরটি ট্রাকিং – এ রাখা হয়। কিন্তু মোবাইলটি যতক্ষণ না পর্যন্ত ব্যবহার করা হয়, ততক্ষণ পর্যন্ত মোবাইলটির কোন ভাবে সন্ধান পাওয়া যায় না। যখন মোবাইলটি কেউ ব্যবহার করে, তখনই মোবাইলটির সন্ধান পাওয়া যায়। সেই সময় দেখা যায় মোবাইলটি হয়তো অন্য রাজ্যের কোন ব্যক্তি ব্যবহার করছে। এই সন্ধান পাওয়ার পর, ভিন রাজ্য থেকে হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়া ওই মোবাইলটি উদ্ধার করা হয়। এবিষয়ে সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপার কোটেশ্বর রাও জানান, ১৩০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। সুন্দরবন পুলিশ জেলার বিভিন্ন থানায় এই বিষয়ে অভিযোগ দায়ের করা হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে এই মোবাইল গুলি উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে চুরি যাওয়া মোবাইল ফোন ফেরত পাওয়া এক ব্যক্তি শুভময় দেবনাথ বলেন বকখালি বেড়াতে এসে বকখালিতে মোবাইলটি হারিয়ে গিয়েছিল। সেই দিনই আমি বকখালি থানায় লিখিত অভিযোগ জানাই। প্রায় ছয় মাস পরে আমি মোবাইল ফোনটি ফিরে পেলাম। ধন্যবাদ জানাই প্রশাসন কে।

এদিন চুরি যাওয়া মোবাইল ফোন ফেরত পেয়ে খুশি মোবাইল ফোনের মালিকরা।