সোমবার, ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

স্বাস্থ্য কেন্দ্রের মধ্যেই সাপের কামড়ে আক্রান্ত স্বাস্থ্য কর্মীর

News Sundarban.com :
সেপ্টেম্বর ১৫, ২০২৩
news-image

সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং – খোদ স্বাস্থ্য কেন্দ্রের মধ্যেই সাপের কামড়ে আক্রান্ত হলেন এক স্বাস্থ্যকর্মী। ঘটনা চাউর হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে ক্যানিং থানার অন্তর্গত মাতলা ১ গ্রাম পঞ্চায়েতের গান্ধী কলোনির ৩৭ নম্বর স্বাস্থ্য কেন্দ্রে। ঘটনায় আক্রান্ত হয়েছেন স্বাস্থ্যকর্মী প্রণতি মন্ডল।

স্থানীয় সুত্রে জানা গিয়েছে গান্ধী কলোনির স্বাস্থ্যকেন্দ্রের আলমারীর মধ্যে ওই স্বাস্থ্যকর্মী একটি খাতা বের করছিলেন।সেই সময় আলমারীর মাথা থেকে আচমকা একটি সাপ তাঁর ডান হাতে কামড় দেয়।ডান হাত থেকে মুহূর্তের মধ্যে অনর্গল রক্ত ঝরতে থাকে।ওই স্বাস্থ্যকর্মী ভয়ে আতঙ্কে কান্নাকাটি করে চিৎকার শুরু করেন।চিৎকার শুনে অপর এক আশাকর্মী এবং স্থানীয় মানুষজন দৌড়ে আসেন।তারা আক্রান্ত স্বাস্থ্যকর্মীকে উদ্ধার করে। চিকিৎসার জন্য তড়িঘড়ি ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন ওই স্বাস্থ্যকর্মী।

ক্যানিং মহকুমা হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, ওই মহিলা স্বাস্থ্যকর্মী কে একটি সাপ কামড় দিয়েছে। তবে ক্ষতস্থান পরীক্ষা করে বোঝা যায় সাপটি বিষহীন।